২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:৪৯/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৩:৪৯ পূর্বাহ্ণ

ভুটান থেকে ট্রফি আনতে চায় মেয়েরা

     

ভুটানে প্রথমবারের মতো হতে যাচ্ছে সাফ অনূর্ধ্ব—১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ‘এ’ গ্রুপে ভারত, মালদ্বীপ, ভুটান। এবং ‘বি’ গ্রুপে নেপাল, বাংলাদেশ, পাকিস্তান।
বাংলাদেশ দল ২৬ সেপ্টেম্বর ভুটান যাবে। ৩০ সেপ্টেম্বর প্রথম খেলা পাকিস্তানের বিপক্ষে। ২ অক্টোবর গ্রুপের দ্বিতীয় খেলা নেপালের বিপক্ষে। অনূর্ধ্ব—১৮ সাফের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হতে চায়। অধিনায়ক মিসরাত জাহান মৌসুমী জানিয়েছেন, ফাইনাল খেলতে চাই। প্রথম আসরে স্মরণীয় করে রাখার লক্ষ্য। বাংলাদেশের গ্রুপে নেপাল শক্তিশালী হলেও অন্য গ্রুপে ভারত চ্যাম্পিয়ন হওয়ার জন্যই অভিযান শুরু করবে। অধিনায়কের স্বপ্ন ফাইনাল হলেও কোচ গোলাম রাব্বানী ছোটন চান ফাইনালের টিকিট। ফাইনালে উঠলে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইটা করবেন। তিনি বললেন,‘চ্যাম্পিয়ন হতেও ভাগ্য লাগে।’
নারী ফুটবলে সব খেলোয়াড় এক সঙ্গে অনুুশীলন করে। ছোটন বললেন,‘আমরা দুই বছর ধরে একই সঙ্গে আছি। ভালো কিছু করার চেষ্টা আমাদের মধ্যে আছে।’
ঢাকায় এখন অনুষ্ঠিত হচ্ছে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল। এই দলের ১১ জন খেলোয়াড় ভুটানের সাফে খেলতে যাবেন। গোলকিপার মাহমুদা আক্তার, গোলকিপার রুপনা চাকমা, ডিফেন্ডার আঁখী খাতুন, সাজেদা খাতুন, শামসুন নাহার, দুই বোন আনাই মগিনি, আনুচিং মগিনি, নাজমা, রিতুপর্না চাকমা, অনূর্ধ্ব—১৬ দলের অধিনায়ক মারিয়া মান্ডা, মনিকা চাকমা, তহুরা খাতুন। দলের অন্যান্য খেলোয়াড় হলেন রোকসানা বেগম, মাসুরা পারভিন, শিউলী আজীম, নিলুফার ইয়াসমিন নীলা, মিসরাত জাহান মৌসুমী, ইসরাত জাহান রত্না, মারজিয়া, সানজিদা আক্তার, সিরাত জাহান স্বপ্না, কৃষ্ণা রানী সরকার, রাজিয়া খাতুন।
অনূর্ধ্ব-১৬ ফুটবল দলের খেলোয়াড় এবং অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড়দের মধ্যে একটা দূরত্ব থাকছে। সেটা নিয়ে কোচ আশাবাদী দুই দিনের অনুশীলনে মানিয়ে নেওয়া যাবে। কারণ এমনিতেই সবাই এক সঙ্গেই অনুশীলন করে আসছে আগে থেকে।’ অনূর্ধ্ব—১৬ ফুটবল দলের অধিনায়ক মারিয়া মান্ডা বলেছেন, আমরা এখন অনেকটাই পেশাদার হয়ে গিয়েছি। যখন যেখানে খেলা দরকার আমরা করতে পারব আশাকরি।’

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply