২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সকাল ৬:০৯/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৬:০৯ পূর্বাহ্ণ

২৪ এপ্রিল কাগতিয়া দরবারে মেরাজুন্নবী (দঃ) ও সালানা ওরছে গাউছুল আজম (রাঃ)

     

 

আগামী ২৪ এপ্রিল (২৬ রজব) সোমবার কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে ৬৪তম মিরাজুন্নবী (দঃ) ও সালানা ওরছে হযরত গাউছুল আজম (রাঃ) উপলক্ষে ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দিনরাত ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে বাদে নামাজে ফজর খতম শরীফ ও ঈছালে ছাওয়াব, মোরাকাবা, রওজা জিয়ারত, মিলাদ-কিয়াম মোনাজাত, খতমে কোরআন, খতমে বোখারী ও তাহ্লীল। বাদে নামাজে জোহর পবিত্র মিরাজুন্নবী (দঃ) ও দরবারের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম (রাঃ)’র জীবনী শীর্ষক আলোচনা। বাদে নামাজে আছর তরিক্বতের বিশেষ পদ্ধতিতে ফয়েজে কোরআনের মাধ্যমে নূরে কোরআন বিতরণ। বাদে নামাজে মাগরিব- ফাতেহা শরীফ আদায় ও ঈছালে ছওয়াব, মোরাকাবা, সিনা-ব-সিনা তাওয়াজ্জুহ্র মাধ্যমে হুজুর পাক (দঃ)’র বাতেনী নূর বিতরণ, জিকিরে গাউছুল আজম মোর্শেদী ও তাবাররুক বিতরণ। বাদে নামাজে এশা মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলীর তাকরির, মিলাদ-কিয়াম, মোনাজাত ও দরূদে মোস্তফা আদায়। আখিরুল লাইল নামাজে তাহাজ্জুদ, জিক্রে জলী, দরূদ শরীফ ও মোনাজাত। ২৫ এপ্রিল (২৭ রজব) বাদে নামাজে ফজর খতম শরীফ আদায় ও ঈছালে ছাওয়াব, মোরাকাবা, রওজা জিয়ারত, মিলাদ-কিয়াম ও আখেরী মোনাজাত। এতে কাগতিয়া দরবারের পক্ষ থেকে গরু, মহিষ, ছাগল, টাকা-পয়সা, নজর নেওয়াজ এ ধরণের কোন কিছু না আনার জন্য অনুরোধ করা যাচ্ছে। সকল ধর্ম পরায়ণ মুসলিম মিল্লাতের প্রতি দ্বীনি দাওয়াত রইল।

শেয়ার করুনঃ

Leave a Reply