২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:৫৫/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৭:৫৫ পূর্বাহ্ণ

সুন্দরগঞ্জে তিস্তার ভাঁঙনে দুই শতাধিক বসতবাড়ি নদীগর্ভে

     

মোঃ হযরত বেল্লাল
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তার পানি কমতে শুরু করায় তীব্র ভাঁঙন দেখা দিয়েছে। গত ৪দিনের ব্যবধানে দুই শতাধিক পরিবারের বসতবাড়ি নদীগর্ভে বিলিন হয়ে গেছে। পাগলার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ভাঁঙনের মুখে পড়েছে হাজারও পরিবার। গত দুদিন ধরে তিস্তার পানি কমতে শুরু করায় উপজেলার কাপাসিয়া, চন্ডিপুর , শ্রীপুর, হরিপুর ও বেলকা ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর বিভিন্ন চরে ভাঁঙন দেখা দেয়। দিনের পর দিন ভাঁঙন অব্যাহত থাকায় গত ৪দিনের ব্যবধানে উপজেলার লালচামার, উজান বোচাগাড়ি, বাদামের চর, পাগলার চর, চরচরিতাবাড়ি, বেলকা নবাবগঞ্জ, তালুল বেলকা, বাবু বাজার, চরহরিপুর এলাকায় দুই শতাধিক পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে বিলিন হয়ে গেছে। এছাড়া ভাঁঙ্গনের মুখে রয়েছে হাজারও পরিবার। তিস্তার কড়াল গ্র্যাস থেকে শেষ সম্বল টুকু রক্ষা করার জন্য মরিয়া হয়ে উঠেছে ভাঁঙনের মুখে বসবাসরত পরিবারগুলো। কাপাসিয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন জানান- তীব্র ভাঁঙন দেখা দেওয়ায় ঘরবাড়ি সরানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছে ভাঙনের মুখে বসবাসরত পরিবারগুলো। তিনি বলেন ৪দিনের ব্যবধানে তার ইউনিয়নে কমপক্ষে একশত পরিবারের বসতবাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে। উপজেলা প্রকল্প ব্যস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার জানান- চেয়ারম্যানের মাধ্যমে নদী ভাঁঙন পরিবারের তালিকা প্রস্তুত করে জেলা প্রশাসকের নিকট পাঠানো হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়নের পানিবন্ধি ও ভাঙন কবলিত পরিবারদের মাঝে ত্রাণ বরাদ্দ প্রদান করা হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply