১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:৫৮/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৮:৫৮ অপরাহ্ণ

শান্তি-সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনী কাজ করছে পাহাড়ে সন্ত্রাসী-চাঁদাবাজদের ঠাই নেই

     

পার্বত্যালাকায় সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাই নেই। বেসামরিক প্রসাশনকে সহায়তার পাশাপাশি এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজনির্মল করাই সেনাবাহিনীর লক্ষ্য। ১৮ সেপ্টেম্বর দুপুরে আলীকদম জোনে মতবিনিমিয় ও পরিচিতি সভায় নবাগত জোন কমান্ডার লে: কর্ণেল সাইফ শামীম পিএসসি; ‘সন্ত্রাসীদের শেষ দেখেই ছাড়বো’ এই হুশিয়ারী উচ্চরণ করে বলেন, জনকল্যাণে আলীকদম জোনের ধারাবাহিকতা বজায় থাকবে। তিনি আরো বলেন, এলাকার পরিবেশ রক্ষায় সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে সহায়তা করবে আলীকদম জোন।
মতবিনিময় ও পরিচিতি সভায় সভাপতির বক্তব্যে বিদায়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: মাহবুবুর রহমান পিএসসি বলেন, বিভিন্ন ভাষাভাষির জনগোষ্টির কল্যানে আলীকদম জোন সম্প্রীতি ও সোহার্দপূর্ন পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। দূর্গমের বাসিন্দাদের ছেলে-মেয়েদের শিক্ষা মুখি করতে সেনাবাহিনী মৈত্রি কার্যক্রমের আওতায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও অনুদান প্রদান করে চলছে। সদাশয় সরকারের সকল সেক্টেরকে জনগনের নিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়নে আন্তরিক হওয়ার আহব্বান জানান তিনি।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার নাজেমুল হায়দার, লামা পৌরসভার মেয়র মো: জহিরুল ইসলা, লামা বিভাগীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন আহমেদ, লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্ত অপ্পেলা রাজু নাহা, গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, আলীকদম ইউপি চেয়ারম্যান মো: জামাল উদ্দিন, রুপসিপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মাসহ অন্যরা। আলীকদম মুরুং কমপ্লেক্সের পরিচালক ইয়ংলক মুরুং-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগতিক বক্ত্য দেন লামা প্রেসক্লাব সেক্রটারী মো.কামরুজ্জামান।
বক্তারা আলীকদম জোনের অতীত ইতিহাস স্বরণ করে বিগত দিনে দায়িত্ব পালন কালে জোন কমান্ডাদের স্মৃতিচারণমূলক বক্তব্য দেন। বাংলাদেশ সেনাবাহিনীর পার্বত্যাঞ্চলে নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন জনগোষ্ঠির সেবা, পরিবেশ রক্ষা, শিক্ষা বিস্তারের গৌরবময় ইতিহাস সংক্ষিপ্তাকারে তুলে ধরেণ।
সভায় অন্যান্যদের মাঝে অতিথি হিসেবে অংশ নেন, বান্দরবান জেলা পরিষদ সদস্য থোয়াইচাহ্লা মার্মা, মাতামুহুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম, আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোকসানা শিরিন, ১৭ আনসার ব্যাটলিয়ন অধিনায়ক আশ্রাফুল ইসলাম, আলীকদম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিক উল্ল্যা, আজিজনগর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান ফেরদৌস আহমেদ, সরই ইউপি চেয়ারম্যান মো: ফরিদুল আলমসহ আরো অনেকে। এছাড়া লামা-আলীকদম উপজেলার বিভিন্ন জনগোষ্টির নেতৃবৃন্দ, হেডম্যান কারবারীসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মতবিনিময় সভা ও প্রীতিভোজে অংশ নেন।
প্রসঙ্গত: আলীকদম জোনে দুর্বার ১৮ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট এর স্থলাভিসক্ত হন, ২৩ বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্ট।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply