২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ১০:৪০/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ১০:৪০ অপরাহ্ণ

জন্ডিস হলে যা করণীয়

     

 আমরা অনেকই জন্ডিসে আক্রান্ত হই।  জন্ডিস হলে উদ্বিগ্ন হয়ে যাই।  আসলে জন্ডিস কোন রোগ নয়, রোগের উপসর্গ মাত্র।  রক্তে বিলরুবিনের মাত্রা বেড়ে গেলে জন্ডিস দেখা দেয়।  এটি হলে চোখের সাদা অংশ ও অন্যান্য মিউকাস ঝিল্লি হলুদ হয়ে যায়।  জন্ডিস হলে খাদ্যে অরুচি, বমি বমি ভাব, জ্বর আসা, পেট ব্যথা হতে পারে।

জন্ডিস হলে অনেকেই আবার কবিরাজ বা ওঝাঁর কাছে যান।  এসব না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই বুদ্ধিমানের কাজ।  জন্ডিসের তীব্রতা কোন পর্যায়ে আছে সেই অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়।  খুব বেশি জটিলতা না থাকলে কিছু প্রাকৃতিক পদ্ধতি অনুসরণ করলেই জন্ডিস সেরে যায়।  জন্ডিস হলে যা করবেন :

১. প্রতিদিন ৬ থেকে ৮ গ্লাস পানি খান।

২. প্রচুর পরিমাণে ফল এবং শাকসবজি খান বিশেষ করে সবুজ শাকসবজি বেশি খাওয়া উচিত।  এর মধ্যে মুলা শাক, পালং শাক এবং পেঁপের পাতা জন্ডিস সারাতে বেশ ভালো কাজ করে।

৩. এই সময় কফি, অ্যালকোহল, সোডা কিংবা অন্যান্য পানীয় খাওয়া ঠিক নয়।

৪. বাড়িতে তৈরি ফলের রস খেতে পারেন।  এর মধ্যে আখের রস, টমেটোর রস উল্লেখযোগ্য।

৫. প্রক্রিয়াজাত কিংবা ফাস্ট ফুড খাবেন না।

৬. লাল মাংস অর্থাৎ গরু, মহিষ, খাসির মাংস খাওয়া থেকে বিরত থাকুন।

৭. ধূমপান পরিহার করুন।

৮. পর্যাপ্ত পরিমাণে ঘুমান।

৯. দুধ, পনির বা  অন্যান্য দুগ্ধজাত খাবার খাওয়া বাদ দিন।

১০. সামান্য হাঁটাহাঁটি করার চেষ্টা করুন।  প্রয়োজনে বাইরে হাঁটুন।

শেয়ার করুনঃ

Leave a Reply