২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ৯:১৪/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৯:১৪ অপরাহ্ণ

রমা চৌধুরীর মৃত্যুতে আবদুচ ছালামের শোক প্রকাশ

     

একাত্তরের বীরাঙ্গনা রমা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম। সোমবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান বীরাঙ্গনা রমা চৌধুরী। তাঁর মরদেহ দুপুরে শেষ জীবনের আবাসস্থল চেরাগীর পাহাড় মোড়স্থ লুসাই ভবনের সামনে নিয়ে এলে সেখানে ছুটে যান আবদুচ ছালাম ও সিডিএ বোর্ড সদস্য জসিম উদ্দিন শাহ এবং কেবিএম শাহজাহান। তাঁরা প্রয়াতের মরদেহে ফুলেল শ্রদ্ধা জানান এবং বিদেহী আত্মার সদগতি কামনা করেন। এসময় রমা চৌধুরীর আত্মীয়-স্বজনদের সমবেদনা জানান।
মরদেহে শ্রদ্ধা নিবেদন করতে আসা শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে সিডিএ চেয়ারম্যান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রিধারী রমা চৌধুরী জীবদ্দশায় পেশা হিসেবে শিক্ষকতাকে বেছে নিয়েছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী বাহিনীর নির্মম নির্যাতনের শিকার হয়েও তিনি সাহস হারাননি। দুই সন্তানকে হারিয়ে আর কখনোই জুতা পায়ে হাঁটেননি এই বীরাঙ্গনা। তাঁর লেখা বইগুলোর মাঝেই তিনি বেঁচে থাকবেন আজীবন। চট্টগ্রামে তাঁর স্মৃতি ধরে রাখতে যথাসাধ্য চেষ্টা করা হবে।

শেয়ার করুনঃ

Leave a Reply