২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:৩৬/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৮:৩৬ পূর্বাহ্ণ

৭দিনে ১০টি বাস ও প্রাইভেট গাড়িতে ইটপাথর নিক্ষেপ

     

প্রশাসনের হস্তক্ষেপ অতীব জরুরী

বিপ্লব কান্তি নাথ

নগরীর লালখান ফ্লাইওভারের নিচের খালি স্থান বিশ্ব মসজিদ পশ্চিম গেইট সম্মুখ থেকে প্রতিদিন (সন্ধ্যা ৭ টা থেকে ৭.৩০মিনিটে)’র একই সময়ে এক সুঠাম দেহের এক লোক ইটপাথর নিক্ষেপ করে থাকে। নগরীর নিউমার্কেট থেকে কর্নেলহাটগামী ৪নং বাস ও ৭নং বাস এই ইটপাথর নিক্ষেপের শিকার হয় প্রতিদিন । ইটপাথরের নিক্ষেপে গত এক সপ্তাহে প্রায় ৫০ জনের মত লোক আহত হয়েছে বলে জানা যায়।
নিক্ষেপকারি প্রতিদিন একই স্থানে ইটপাথর নিক্ষেপ করে ফ্লাইওভারের নিচের দিয়ে রাস্তার পশ্চিম দিকে দ্রুত পালিয়ে যায়।
এইনিয়ে নগরীর ৪নং ও ৭নং বাস মালিক সমিতির লোকদেরকে ভুক্তভূগী যাত্রীরা অভিযোগ করেও কোন সুফল না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেন তারা।
আজ সন্ধ্যা ৭ টার সময় একই স্থানে ইটপাথর নিক্ষেপের ফলে বাসে থাকা ৫ যাত্রী আহত হয়। এদের মধ্যে একযাত্রী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply