২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:৩৩/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৫:৩৩ পূর্বাহ্ণ

মহাসড়কে শান্তি ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হউন – মফিজ

     

 

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, মহাসড়কে পরিবহন সেক্টরে নৈরাজ্য ও অমানবিক সড়ক দুর্ঘটনা বন্ধ করতে হলে কোমলমতি শিক্ষার্থীদের মৌলিক দাবী ও আন্দোলন যৌক্তিক ছিল উল্লেখ করে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ৯ দফা দাবী সরকার বাস্তবায়নের জন্য কাজ শুরু করেছে। পথচারী হিসেবে দেশের প্রত্যেকটি নাগরিককে পরিবহন সেক্টরে সরকারের অবকাঠামোর ভিত্তিতে নীতিমালাগুলো অবশ্যই মানতে হবে তবেই মহাসড়কে দুর্ঘটনা কমে আসবে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, কোমলমতি শিক্ষার্থীরা দেশের সচেতন নাগরিকদের বিবেককে আঘাত করেছে। সে আঘাতের মধ্যদিয়ে যাপিত জীবনে এখনই নাগরিক সমাজকে আত্মশুদ্ধি হওয়া খুবই প্রয়োজন। তিনি বলেন, মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে সকল নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম বলেন, দেশের মানুষ মহাসড়কে মানুষ হত্যা বন্ধের জন্য মাঠে নেমেছে। এক্ষেত্রে কোমলমতি শিক্ষার্থীদের মৌলিক আন্দোলন আমরা সমর্থন করি। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ৯ দফা দাবী বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঙ্গীকারবদ্ধ। সুতরাং শুধু মহাসড়ক নয় সকল স্তরের অপকর্ম প্রতিরোধ করে দেশরতœ শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের সকল নাগরিককে এক কাঁতারে আসতে হবে।
চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি আয়োজিত  ৫ আগস্ট চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে “পথ যেন হয় শান্তির-মৃত্যুর নয়” শীর্ষক মুক্ত আলোচনায় বক্তারা এসব কথা বলেন, সিআরইউ’র সভাপতি সৈয়দ দিদার আশরাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর নুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনীতিবীদ জসিম উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, রাজনীতিক স্বপন সেন, সাংবাদিক কামরুল হুদা, আলী আহমেদ শাহীন, মতিউর রহমান সৌরভ, নোমান উল্লাহ বাহার, হারাধন চৌধুরী, পারভীন আক্তার চৌধুরী, রোজী চৌধুরী, জাহাঙ্গীল আলম, সাইফুল ইসলাম, শিব্বির আহমেদ ওসমান, কামাল হোসেন, হারুনুর রশিদ, রফিকুল ইসলাম রাজু, সি আর বিধান প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply