১৮ এপ্রিল ২০২৪ / ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:২৮/ বৃহস্পতিবার
এপ্রিল ১৮, ২০২৪ ৬:২৮ অপরাহ্ণ

সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির বিজয় সুনিশ্চিত-জাফরুল ইসলাম চৌধুরী

     

 

সদ্য সমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে দোস্থবিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব এনামুল হক এনাম, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আব্বাস, সাতকানিয়া পৌরসভা বিএনপির সভাপতি হাজী রফিকুল আলম, বাঁশখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ লোকমান, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দীন সালাম মিঠু, দক্ষিণ জেলা বিএনপির নেতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, প্রকাশনা সম্পাদক এড. আবু তাহের, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নজরূল ইসলাম চেšধুরী, বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আবদুল হক, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি শহিদুল আলম শহিদ, সাধারণ সম্পাদক মো. মোহসীন, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহসভাপতি এড. এহিউদ্দীন সিকদার, সাংগঠনিক সম্পাদক ফৌজুল কবির ফজলু, বিএনপি নেতা আবুল হোসেন, কেএম আনিসুর রহমান, যুবদল নেতা আবুল মনছুর সিকদার সোহেল, হামিদুর রহমান পেয়ারু, স্বেচ্ছাসেবকদল নেতা নঈম উদ্দীন চেšধুরী, জেলা ছাত্রদল নেতা এম হান্নান রহিম, শাহজাহান হোসেন, ওবাইদুল হক পিপলু,শাহ আলম, এড. গাকেরুল ইসলাম সাকিব, মোঃ ইফসুফ, ওয়াহিদুজ্জামান, তৌহিদুল ইসলাম মাসুদ, মাহমুদুল ইসলাম, মোঃ ফিরোজ প্রমুখ।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী বলেন, তিন সিটি করপোরেশনে বিএনপির বিজয় সুনিশ্চিত ছিল, সরকার ভোট ডাকাতি কওে বিএনপির বিজয় ছিনিয়ে নিয়েছে। এ সরকার ও নির্বাচন কমিশনারের অধীনে কখনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির বিজয় সুনিশ্চিত। সদ্য সমাপ্ত সিটি করপোরেশন এরঅকার জনসাধারণ ও মিডিয়ার মাধ্যমে সারাদেশের জনগণ দেখেছে সরকার পুলিশ প্রশাসন ও দলীয় ক্যাডার বাহিনী দিয়ে ভোট ডাকাতি করেছে। বিএনপির এজেন্টদের বের করে দিয়ে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মেরেছে, আবার কোথাও কোথাও নৌকা প্রতীকে সিল মারা ব্যালট পেপারও পাওয়া গেছে। এ থেকে বুঝা যায় আওয়ামীলীগ সরকারের অধীনে নতজানু এ নির্বাচন কমিশন কখনো সুষ্ঠু নির্বাচন করতে পারবে না।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply