১৮ এপ্রিল ২০২৪ / ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:৫৯/ বৃহস্পতিবার
এপ্রিল ১৮, ২০২৪ ৮:৫৯ পূর্বাহ্ণ

আনোয়ারা ডায়াবেটিক হাসপাতালে রোগী সমাবেশ ও মতবিনিময়

     

আনোারারা ডায়াবেটিক হাসপাতালে দিন দিন রোগী সেবা বৃদ্ধি পাচ্ছে। সেবার মান ও  খাত বাড়ছে ক্রমান্বয়ে।হাসপাতালে সম্পৃক্ত থাকা আল্লাহর অপূর্ব রহমত ছাড়া সম্ভব নয়। ধৈর্য ও সমালোচনা সহ্য করে শ্রম, মেধা ও অর্থ দিয়ে যারা এই হাসপাতাল নির্মাণ করে এই অঞ্চলের রোগীদের চিকিৎসার সুযোগ করে দিয়েছেন তারা নিঃসন্দেহে মহৎ কাজ করেছেন।আমরাও এই সেবা কর্মে জড়িত হতে চাই। নিবেদিত ফাউণ্ডার ও উদারমনা ডোনারদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ করে ফাণ্ড বৃদ্ধি করে সেবার খাত আরো বাড়ানো যায়। এই হাসপাতালে দক্ষ সংগঠক আছে বলেই এটির সুফল এই অঞ্চলের রোগীরা পাচ্ছে।আনোয়ারা ডায়াবেটিক হাসপাতালের আজীবন দাতা সদস্য শওকত মাহমুদ টিপু প্রধান অতিথির ভাষন দিতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।

শুক্রবার সকাল ১১টায় আনোারারা ডায়াবেটিক হাসপাতালে মতবিনিময় ও রোগী সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সভায় হাপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এম. আলী হোসেন সভাপতিত্ব করেন।সংগঠনের অর্থ সম্পাদক মাষ্টার আবদুল জব্বারের পরিচালনায় রোগী সদস্য হাফেজ আহমদ নুরের পবিত্র কোরাণ তেলোয়াতের মাধ্যমে সভার শুভ সুচনা হয়।অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ।বিশেষ অতিথি ছিলেন প্রবাসী ও সমাজসেবক মোঃ ইউসুফ, স্বর্ণযাত্রী ফাউন্ডেশনের উপদেষ্টা আনোয়ারুল আজিম মাসুদ, তরুন সমাজকর্মী মোঃ ছাদেক ও প্রবাসী  মুহাম্মদ কুদ্দুস। মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুনির চৌধুরী,ডোনার এসোসিয়েশনের আহবায়ক মাষ্টার আবুল হোসেন,  ডোনার মেম্বার  আবুল কালাম ও ইমতিয়াজ খালেক । ফাউন্ডার আবু মূসা ও আবদুল মান্নান, ডোনার এসোসিয়েশনের সদস্য সচিব তরুন আয়কর আইনজীবি আলী মুহাম্মদ নিজাম উদ্দিন, আবদুল মান্নান ও  ইব্রাহিম রনি প্রমূখ উপস্হিত ছিলেন। মতবিনিময় সভায় সবার উপস্হিতিতে মিসেস শওকত মাহমুদ টিপূ    ও ওসি দুলাল ডোনার সদস্য হবার প্রতিশ্রুতি দিয়েছেন এবং মোহাম্মদ ছাদেক ও আনোয়ারাুল আজিম মাসুদ নগদ ডোনেশান দিয়ে ডোনার মেম্বার হয়েছেন।নতুন ডোনারদের স্বাগত জানিয়ে সভাপতি সকলের মঙ্গল কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করেন।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply