২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ১:২৫/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১:২৫ অপরাহ্ণ

শাহজালালে বিমান চলাচল স্বাভাবিক

     

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে পুনরায় বিমান উঠানামা করছে। এরমধ্যে অভ্যন্তরীন ও আন্তর্জাতিক রুটে ৫ থেকে ৬টি বিমান অবতরণ করে।

ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজ (টিজি ৩২১) নম্বরের বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি চাকা ফেটে যায়। মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে এঘটনা ঘটে। তবে বিমানটি নিরাপদে অবতরণ করে এবং এর যাত্রী ও ক্রুরা অক্ষত আছেন। ওই ঘটনার পর প্রায় আড়াই ঘণ্টা বিমানবন্দরে সব ধরনের বিমান উঠা-নামা বন্ধ রাখা হয়েছে।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো: তারিক আহমেদ বাসসকে ঘটনাটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ দুপুর ১২টা ২০ মিনিটে থাই এয়ারওয়েজ (টিজি ৩২১) বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি চাকা ফেটে যায়।

দুর্ঘটনাটি কবলিত বিমানটি সরিয়ে নেওয়ার পর বিকেল ৩টার দিকে শাহজালাল বিমানবন্দরে সকল ধরনের বিমান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার পর শাহজালাল বিমানবন্দরের সিভিল এ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ,ফায়ার সার্ভিস সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উদ্বার কাজে অংশ নেয়। বাসস।

শেয়ার করুনঃ

Leave a Reply