২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:০১/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৯:০১ অপরাহ্ণ

বাবার স্বপ্নপূরণ করতে জীবন গেলেও ক্ষতি নেই: প্রধানমন্ত্রী

     

 উন্নয়ন অর্জনে অসামান্য অবদান রাখায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে ভাষন দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় প্রধানমন্ত্রী বলেছেন, বঙ্গবন্ধু বলেছিলেন, “বাংলার মানুষ যেন অন্ন পায়, বস্ত্র পায়, বাসস্থান ও শিক্ষা পায় সেটাই আমার স্বপ্ন।” সেই স্বপ্ন পূরণ করাই আমার লক্ষ্য। তার এ স্বপ্নপূরণ করতে গিয়ে জীবন গেলেও ক্ষতি নেই।
তিনি আরো বলেন, আমি জনগণের সেবক, আমার সংবর্ধনার প্রয়োজন নেই। আমি এই সংবর্ধনা বাংলার মানুষকে উৎসর্গ করলাম। জনগণের জন্য কাজ করতে এসেছি। জনগণ কতটুকু পেল সেটাই আমার কাছে বিবেচ্য বিষয়। এর বাইরে আমার আর কোনো চাওয়া-পাওয়া নেই।
উল্লেখ, বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করা, মহাকাশে সফলভাবে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট পাঠানো, অস্ট্রেলিয়ার সিডনি থেকে গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন, ভারতের আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট ডিগ্রি অর্জন করায় এ গণসংবর্ধনা দেওয়া হচ্ছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply