২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১২:৩৯/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ১২:৩৯ পূর্বাহ্ণ

কাজেম আলী স্কুলে এসে স্মার্ট কার্ড নিলেন শিল্পপতি খলিল

     

 

দেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা, কে ডি এস গ্র“পের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান সিআইপি আজ তাঁর স্মার্ট জাতীয় পরিচয় পত্র সংগ্রহ করেছেন। নগরীর চন্দনপুরস্থ কাজেম আলী স্কুল এন্ড কলেজে নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচিত কেন্দ্র থেকে তিনি তাঁর এই গুরুত্বপূর্ণ স্মার্ট কার্ড সংগ্রহ করেন। বিকাল তিনটায় শিল্পপতি খলিল স্কুল এন্ড কলেজ অঙ্গণে প্রবেশ করলে তাঁকে স্বাগত জানান প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক এবং অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন দাতা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী নেতা মোহাম্মদ সেকান্দর, অভিভাবক আইয়ুব আলী চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক লুৎফুর কবির ভুঁইয়া।
স্মার্ট কার্ড সংগ্রহের পর শিল্পপতি খলিল অধ্যক্ষের কার্যালয়ে এসে সভাপতির আতিথ্য গ্রহণ করেন এবং প্রতিষ্ঠানের খবরা খবর নেন। বিগত সাত বছর ধরে ক্রমবর্ধমান উন্নয়ন কর্মকান্ড এবং শিক্ষার মান উন্নয়নে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানের অতীত ইতিহাস অবগত আছেন বলে জানিয়ে বলেন, এখনতো দেখছি ব্যাপক অবকাঠামো উন্নয়ন হয়েছে। ছাত্র-ছাত্রীও অনেক বেড়েছে। তিনি ভবিষ্যতে এই প্রতিষ্ঠানকে সার্বিক সহযোগিতা দেয়ার আশ্বাস দেন এবং সভাপতি ও অধ্যক্ষকে তাঁর সাথে যোগাযোগ রাখার পরামর্শ দেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply