১৬ এপ্রিল ২০২৪ / ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:০৫/ মঙ্গলবার
এপ্রিল ১৬, ২০২৪ ৮:০৫ অপরাহ্ণ

সংস্কৃতি না থাকলে সভ্যতা থাকতোনা – রশীদ

     

স্টাফ রিপোর্টার
বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম এ রশীদ বলেছেন,সংস্কৃতি জীবন চলার পাথেয়। সংস্কৃতি না থাকলে সমাজে সভ্যতা থাকতোনা। ভাল একটি শর্টফিল্ম সমাজ উন্নয়নে ভূমিকা রাখে। সোমবার বিকেলে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন শহীদ সোহরাওয়ার্দ্দী  ক্লাব মিলনায়তনে সাব্বির আহমেদ সেন্টু রচিত ও নির্দেশিত বাস্তবধর্মী শর্টফিল্ম ‘‘ইসসিরে’’
আনুষ্ঠানিক শুভ মহরত অনুষ্ঠানে প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এম এ রশীদ আরো বলেন,অভিনয়  রপ্ত করলে বড় কিছু হওয়া সম্ভব।
প্রত্যেকটা ক্ষেত্রে সাধণা করতে হয়। সাধণা না থাকলে কিছুই হওয়ার সম্ভব নয়। সাধণাই মানুষকে সফলতা এনে দেয়।
শর্টফিল্ম’র পরিচালক সাব্বির আহমেদ সেন্টুর সভাপতিত্বে ও ফজর আলী লুঙ্গি বিজ্ঞাপনের আলোচিত মডেল সামসুল হাসানের সঞ্চালনায় মহরত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন দেশ বরেণ্য কবি ও সাংবাদিক শহীদুজ্জামান ফিরোজ,বন্দর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ কবির হোসেন,বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর এমদাদুল হক,বিশিষ্ট ব্যবসায়ী  মোঃ চান মিয়া,নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মীর আনোয়ার হোসেন,বন্দর থানা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সহিদুল হাসান মৃধা,শিক্ষক নেতা ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান বন্দর উপজেলা শাখার আহবায়ক শেখ কামাল,সাউন্ডটেক ক্যাসেট কোম্পানীর প্রযোজক মিলন সরকার ও ,শহীদ সোহরাওয়ার্দ্দী ক্লাবের সাংগঠনিক সম্পাদক ললাইক আহমেদ সিদ্দিকী বাবু। এতে স্বাগত বক্তব্য রাখেন নাট্য পরিচালক এম আর হায়দার রানা। শুভেচ্ছা বক্তব্য রাখেন চলচ্চিত্র নির্মাতা পারভেজ শরীফ।
মহরত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর অভিনয় প্রশিক্ষক মোঃ মাসুম,রেফারেন্স নাট্য গোষ্ঠীর পরিচালক মিতু মোর্শেদ,বন্দর থানার সাব-ইন্সপেক্টর হানিফ মাহমুদ,কনষ্টেবল মোঃ
নুরুজ্জামান,রংধনু নাট্যগোষ্ঠীর পরিচালক মফিজুর রহমান মফিজ,সুমন,প্রখ্যাত টিভি অভিনেতা মোখলেছুর রহমান তোতা,শহীদ সোহরাওয়ার্দ্দী ক্লাবের সাংগঠনিক সম্পাদক লাইক আহমেদ সিদ্দিকী বাবু,মোঃ ওয়ালিউল্লাহ,ডাঃ বকুল
পারভেজ,মাকসুদ হোসেন রলি,ফয়সালউল্লাহ,মনিষা,জয় হাসান,সুরমী,লগ্ন,শেখ ইউসূফ,সুভাস,সাইদুর,কুমকুম প্রমুখ। আগামী ১১জুলাই এটির চিত্রগ্রহণ অনুষ্ঠিত হবে।

বন্দরে রিকশা চোরের শেল্টারে এরা কারা?
স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের বন্দরে হালিম(২৮)নামে এক ছিঁচকে চোরকে গণধোলাই দিয়েছে জনতা।গত শনিবার রাতে এ মদনপুর ঘটনাটি ঘটে। এদিকে ছিঁচকে চোরের এ ঘটনাকে পূঁজি করে স্থানীয় একটি চক্র মরিয়া হয়ে উঠেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়,জাঙ্গাল এলাকার আলী মিয়ার পুত্র ছিঁচকে চোর হালিম বিগত ১৫দিন পূর্বে কামতাল মালিভিটা গ্রামের হাজী সফুরউদ্দিনের ছেলে ইমরান হোসেনের ব্যাটারী চালিত অটোরিকশা চুরি করে নিয়ে যায়। গত শনিবার মদনপুর এলাকায় চোর হালিম ফের অটোরিকশা চুরির চেষ্টা করলে অটোরিকশা মালিক তাকে বাঁধা দেয় এ সময় হালিম ও তার সাঙ্গ পাঙ্গরা ইমরানকে মারপিটের জন্য উদ্যত হলে উপস্থিত জনতা চোর হালিমকে গণধোলাই দিয়ে ছেড়ে দেয়। চোর হালিম বিগত ৩ মাস আগে জাঙ্গাল এলাকার আলী আকবর মিয়ার ছেলে তোবাল মিয়ার রিকশা চুরি করে নিয়ে বিক্রি করেদেয়। এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে,জনৈক অটোরিকশা মালিক জানান,হালিম একজন পেশাদার চোর। কতিপয় বিশেষ পেশাধারীদের শেল্টারে সে এসব রিকশা চুরিসহ মাদক ব্যবসা চালিয়ে আসছে। চোরের একটি সিন্ডিকেট করে তাদেরকে দিয়ে বিভিন্ন স্থান থেকে রিকশা চুরি করায় পরে রফাদফার নামে নিরীহ রিকশা
মালিকদের জিম্মি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। শনিবার রিকশা চুরির দায়ে এলাকাবাসী চোর হালিমকে গণধোলাই দেয় অথচ একটি চক্র চোরের পক্ষে অবস্থান করে রিকশা মালিক ইমরান ও তার পরিবারকে হয়রানির পাঁয়তারা চালাচ্ছে। এলাকাবাসীর দাবি,চোর হালিম ও তার শেল্টারদাতাদের শনাক্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে আশু কার্যকরি পদক্ষেপ নেয়া হোক। অন্যথায় যে কোন মুহুর্তে এলাকাবাসী চোর সিন্ডিকেটের বিরুদ্ধে ফুঁসে উঠতে পারে।
বন্দরে আন্তঃ জিলা ট্রাক চালক ইউনিয়ন’র মদনগঞ্জ শাখার উদ্বোধন

স্টাফ রিপোর্টার
বন্দরে বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন এর মদনগঞ্জ শাখার
কার্যালয়ের উদ্বোধন করা  হয়েছে। সোমবার সকাল ১০টায় বন্দর মদনগঞ্জ
বাসস্ট্যান্ড সংলগ্ন এ কার্যালয় উদ্বোধন উপলক্ষে মিলাদ,মাহফিল ও বিশেষ
দোয়ার আয়োজন করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভূক্ত
এ শাখার উদ্বোধন করেন বাংলাদেশ আন্তঃ জিলা ট্রাক চালক ইউনিয়ন এর মদনগঞ্জ
শাখার সভাপতি মোঃ আসাদুজ্জামান খোকন। আসাদুজ্জামান ছাড়াও উদ্বোধন পূর্বক
আলোচনা সভায় বক্তব্য রাখেন,সংগঠনের মদনগঞ্জ শাখার সাধারন সম্পাদক সোহেল
রানা ,সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল ,সহ-সভাপতি মোঃ তুহিন। এসময় আশ পাশের
এলাকার পঞ্চায়েত কমিটির সদস্যবৃন্দসহ উপস্থিত ছিলেন,মোঃ মিঠুন,মোঃ রোমান
(১), মোঃ রোমান (২),লিপ্পু আহমেদ ,রাসেদ মন্ডল,স্বপন মিয়া, সরকার জুয়েল
,ডেনী,মোঃ ফারুক ,রাসেল মিয়া ,মোঃ তুয়েল ,পিচ্ছি মনির, মোঃ রাকিব প্রমূখ।

বন্দরে ভিটামিন এ+ক্যাম্পেইন  অবহিতকরন সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
বন্দরে আগামী ১৪জুলাই জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড)
উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে থানার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে আয়োজিত
এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বন্দর উপজেলা নির্বাহী অফিসার
পিন্টু বেপারী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত ও বাংলাদেশ স্বাস্থ্য
ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইনচার্জ ডা.আব্দুল কাদির। এসময় বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা শাহ মোঃ
নুর,বন্দর থানা সেকেন্ড অফিসার ফরিদ উদ্দিন। এসময় আরোও উপস্থিত বন্দর
আবাসিক মেডিকেল অফিসার ডা.মাহাবুব আলম,ডা.ওয়াহিদা রহমান,বন্দর
প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাসির উদ্দিন,বন্দর উপজেলা মসজিদের ইমাম
মফিজুল ইসলাম, উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ আরো অনেকে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পিন্টু বেপারী বলেন,আজকের শিশুরা দেশের
ভবিষ্যৎ কারিগর। তারা বেড়ে উঠলেই সমৃদ্ধ হবে জাতি।  তাই আমাদের উদ্দেশ্য
হচ্ছে ৬মাস হতে ৫ বছরের নিচে সকল শিশুকে ভিটামিন এ+ ক্যাম্পেইন নিশ্চিত
করা। কারন সুস্থতা মানুষের সকল সুখের মুল।
 বন্দরে ইয়াবাসহ গ্রেফতার-৪
স্টাফ রিপোর্টার:
বন্দরে ১শ’৫৫পিছ ইয়াবাসহ ৪মাদক ব্যবসায়ীকে আটক করেছে বন্দর থানা ও ফাঁড়ি
পুলিশ।রোববার রাতে পুলিশের পৃথক অভিযানে এদের গ্রেফতার করা হয়। ধৃতরা
হলেন,বন্দর ছালেহনগর এলাকার মাসুদ মিয়ার ছেলে হৃদয় (২২),নবীগঞ্জ
পূর্বপাড়া এলাকার মৃত মোঃ আলীর ছেলে নাজির,চিড়াইপাড়া এলাকার ফজলুল হকের
ছেলে মোঃসোহেল,ধামগড় এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে মোঃ মোস্তফা। এব্যাপারে
বন্দর থানায় মাদক আইনে আলাদা ৪টি মামলা এন্ট্রি করা হয়েছে।  জানা গেছে,
গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে
বন্দর থানা এস আই হানিফ ও এ এস আই জাকিউলের নেতৃত্বে ধামগড় সেনেরবাড়ী
এলাকা হতে মোস্তফাকে ৫৫পিছ ইয়াবা এবং এ এস আই শহিদুজ্জামানের নেতৃত্বে
চিড়াইপাড়া এলাকা হতে সোহেল নামে আরো এক মাদক ব্যবসায়ীকে ২৫পিছ ইয়াবা
ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। একইরাতে  বন্দর পুলিশ ফাঁড়ির এস আই মোহাম্মদ
আলী,এএস আই বিরাজ মিয়া ও সোহেলের নেতৃত্বে নবীগঞ্জ পূর্বপাড়া হতে নাজিরকে
৫৫পিছ ও ছালেহনগর হতে হৃদয়কে ২০ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
ধৃতদের সোমবার দুপুরেই নারায়নগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply