২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ২:৩৬/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ২:৩৬ পূর্বাহ্ণ

শ্রীপুরে বন বিভাগের অভিযানে পাঁচটি অবৈধ করাত কল উচ্ছেদ 

     

গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের অভিযানে অবৈধভাবে স্থাপিত পাঁচটি করাতকল উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার শ্রীপুর ভূমি কর্মকর্তা মোঃ সোহেল রানা এবং রেঞ্জ কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেনের নির্দেশনায় শিমলাপাড়া বিট অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, সাতখামাইর বিট অফিসার মোঃ নূরুল ইসলাম এবং শ্রীপুর সদর এর বিট অফিসার মোঃ সেলিম সহ শ্রীপুর থানার (এস আই) মোঃ আজিজ এর সহযোগীতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শ্রীপুর এর পল্লী বিদ্যুৎ মোড় সংলগ্ন দুইটি এবং উপজেলার জৈনা বাজার এলাকায় তিনটি করাতকল উচ্ছেদ করা হয়। এসময় করাত কলে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করে প্রচুর পরিমানে অবৈধ কাঠ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ভূমি কর্মকর্তা মোঃ সোহেল রানা এবং শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন জানান, মঙ্গলবার বেলা সাড়ে এগারটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে মোট পাঁচটি অবৈধ করাত কল উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি ‘স’ মিলের মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্ততি নেয়া হচ্ছে।

শেয়ার করুনঃ

Leave a Reply