২৩ এপ্রিল ২০২৪ / ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:২০/ মঙ্গলবার
এপ্রিল ২৩, ২০২৪ ৯:২০ অপরাহ্ণ

সুনামগঞ্জে লিগ্যাল এইড এর সেমিনার সম্পন্ন

     

আল-হেলাল,সুনামগঞ্জ

সুনামগঞ্জে “উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ লিগ্যাল এইড এর সুফল পাচ্ছে সারা বাংলাদেশ” শীর্ষক সেমিনার সম্পন্ন করেছে জেলা জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যকরী কমিটি। বুধবার বিকেল সাড়ে ৪ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে সুনামগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মোঃ শহীদুল আলম ঝিনুক বলেছেন, বর্তমান সরকার দেশের গরীব দু:খী মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিতে নিবেদিত হয়ে কাজ করছেন। আমরা সরকারের পক্ষে সচেতণতা সৃষ্টির জন্য দায়িত্ব পালন করে যাচ্ছি। যদিও শুক্রবার ও শনিবার ছুটির দিন থাকার পরও রাত ৮টা পর্যন্ত আমাদেরকে যথারীতি অফিস করে জাজমেন্ট লিখতে হয়। তাই এই কাজটা আমাদের জন্য কঠিন। আমরা জেলা লিগ্যাল এইড কমিটি শুধু আইনগত সহায়তা প্রদানই নয় দীর্ঘদিনের মামলা মোকদ্দমার মীমাংসাও করে দিচ্ছি। তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের উদ্দেশ্যে বলেন,আপনারা হলেন তৃণমূল পর্যায়ের নির্বাচিত প্রতিনিধি। আপনারা যে জনগনের কাছে থাকেন সেই ভূক্তভোগী জনগন যখন বিচারের জন্য প্রথম আপনাদের কাছে আসে সেই মানুষকে ন্যায়বিচার দেওয়া আপনাদেরই দায়িত্ব কর্তব্য। আপনারা এ দায়িত্ব পালন করলে কোন মানুষ শহরে মামলা করার জন্য আসবেনা। তিনি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমকে ছড়িয়ে দিতে সকলের সহযোগীতা কামনা করেন। জেলা লিগ্যাল এইড কমিটির সাধারণ সম্পাদক সিনিয়র সহকারী জজ মোঃ হাবিবুল্লাহ মাহমুদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ জাকির হোসেন,জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম,জেলা পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান,অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল্লাহ আল মামুন,চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান মজুমদার,পিপি ড. খায়রুল কবির রোমেন, জেলা সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশ,জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন আহমদ সোহেল,সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ জিয়াউল হক, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন,দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান ইদ্রিছ আলী বীরপ্রতিক,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম,ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ওলিউর রহমান চৌধুরী বকুল,ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনাসিন্ধু তালুকদার,পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়্যুম,দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান বিশ^জিৎ সরকার,কুরবাননগর ইউপি চেয়ারম্যান আবুল বরকত,জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া,তাড়ল ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুছ ও সিনিয়র আইনজীবি এডভোকেট স্বপন কুমার দাশ রায় প্রমুখ।
সেমিনারে জেলা জজ আদালত,জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত,জেলা প্রশাসন,জেলা পুলিশ প্রশাসন এর কর্মকর্তা কর্মচারী,এনজিও সংগঠনের প্রতিনিধি,বিজ্ঞ আইনজীবি,মানবাধিকার সংগঠনের কর্মী,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রম নিয়ে প্রকাশিত ম্যাগাজিন অধিকার এর মোড়ক উন্মোচন করা হয়। সভায় যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলাম,যুগ্ম জেলা জজ কুদরত-ই এলাহী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল ইসলাম,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ,জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন,সরকারী কৌশলী (জেপি) গোলাম মতুর্জা,জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সৈয়দ শায়েখ আহমদ,সাবেক সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল হক,এডভোকেট নজরুল ইসলাম শেফু,জজকোর্টের প্রশাসনিক কর্মকর্তা (এও) মোঃ খোরশেদ আলম,জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক মোঃ মতিউর রহমান পীর,একাধারে ৩ বারের নির্বাচিত জেলার সাবেক শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী নাজনিন বেগম ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক আল-হেলালসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবর্গরা উপস্থিত ছিলেন। সেমিনারে অংশগ্রহনকারীদের মধ্যে “উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ লিগ্যাল এইড এর সুফল পাচ্ছে সারা বাংলাদেশ,গরীব দুঃখীর মামলার ব্যয় বাংলাদেশ সরকার দেয়,সমঝোতায় শান্তি মিলে মামলায় বাড়ে হিংসা সমঝোতার জন্য চলো করি মিমাংসা” ইত্যাদি শ্লোগান সংবলিত ব্রুশিউরসহ বিভিন্ন প্রচারপত্র বিলি করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply