২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:৩৫/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ১:৩৫ অপরাহ্ণ

যশোরের শার্শায় মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ

     

 

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলা অডিটোরিয়ামে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২ টার সময় শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও সাবেক অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক আবদুল মাবুদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা পুলিশ সুপার আনিসুর রহমান, যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু।
প্রধান অতিথি তার বক্তবে বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক পরিবার সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে। বর্তমানে মাদকাসক্তি বাংলাদেশে একটি অন্যতম সামাজিক সমস্যা। মাদক ও মাদকাসক্ত নিয়ন্ত্রনে সবচেয়ে বড় ভুমিকা রাখতে পারে পরিবার, একই সাথে সমাজ ও রাষ্ট্রের ভুমিকা গুরুত্বপূর্ণ। মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান তিনি। তিনি আরও বলেন মাদক ব্যবসায়ীরা যত বড় শক্তিশালী হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply