২৩ এপ্রিল ২০২৪ / ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:০৫/ মঙ্গলবার
এপ্রিল ২৩, ২০২৪ ৮:০৫ অপরাহ্ণ

পানছড়িতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

     

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিজয় ত্রিপুরা (৩৫) নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এক (জেএসএস) কর্মীকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ গ্রুপের বন্দুকধারীরা। তিনি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি গ্রামের বাসিন্দা। বিজয় ত্রিপুরা হত্যার ঘটনায় ইউপিডিএফ-কে (প্রসীত) দায়ী করেছে জেএসএস (লারমা) গ্রুপ। পানছড়ি থানা পুলিশ হত্যাকাণ্ডের সত্যত্যা নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, আজ শনিবার (১৬ জুন) বিকালে পানছড়ি থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে ৫টি গুলির চিহ্ন রয়েছে।
এলাকাবাসী জানান, বিজয় ত্রিপুরা মরিটিলার পাইয়ং কার্বারী পাড়া এলাকায় বিয়ের পর থেকেই বসবাস করছিলেন। শনিবার তিনি নিজের কলা বাগানে পরিচর্যার কাজ করছিলেন। এ অবস্থায় বন্দুকধারীরা হঠাৎ এসে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। শনিবার বিকালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply