২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ৩:১৯/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৩:১৯ পূর্বাহ্ণ

দেশের সবচেয়ে বড় ঈদের নামাজ শোলাকিয়ায় অনুষ্ঠিত

     

ঐতিহাসিক কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।  এতে ইমামতি করেন ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।

আজ শনিবার লাখো মুসল্লির অংশগ্রহণে সকাল ১০টায় এ ঈদগাহে ১৯১তম ঈদ নামাজ অনুষ্ঠিত হয়।  সকাল থেকেই এ ঈদের নামাজ আদায়ের জন্য কিশোরগঞ্জ ও দেশ-বিদেশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিদের ঢল নামে শোলাকিয়া ময়দানে।এদিকে, ঈদগাহ ময়দানে মুসল্লিদের প্রবেশের জন্য মোট ২১টি ফটকের মধ্যে ছয়টি প্রবেশপথ উন্মুক্ত রাখা হয়। এসব প্রবেশপথে স্থাপিত আর্চওয়ে দিয়ে মুসল্লিরা শৃঙ্খলাবদ্ধভাবে ঢোকেন।

এছাড়া, দু’বছর আগে ঈদের দিন জঙ্গি হামলার প্রেক্ষাপটে এবার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

পুলিশ জানিয়েছে, ২০১৬ সালে জঙ্গি হামলার ঘটনাটিকে মাথায় রেখে মাঠ ও মাঠের আশপাশের এলাকা জুড়ে গড়ে তোলা হচ্ছে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয়। আর এ নিরাপত্তা ব্যবস্থার গভীর পর্যবেক্ষণে এবার থাকছে ড্রোন ক্যামেরা।

পুলিশ, র‌্যাব ছাড়াও থাকবে বিজিবি। এছাড়া সাদা পোশাকে ব্যাপক সংখ্যক পুলিশ সদস্যও থাকবে। মাঠে আর্চওয়ে, ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরারও ব্যবস্থা রাখা হয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Reply