২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ১২:০২/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১২:০২ অপরাহ্ণ

মাইটিভির ৮ম বর্ষে পর্দাপন উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা সম্পন্ন

     

সুনামগঞ্জ সংবাদদাতা
স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাইটিভির ৮ম বর্ষে পর্দাপন উপলক্ষে
সুনামগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকাল সাড়ে ৩টায় জেলা প্রতিনিধি মোজাম্মেল আলম ভূঁইয়ার উদ্দ্যোগে সুনামগঞ্জ প্রেসক্লাবে থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটার মধ্যে দিয়ে মাইটিভির জন্ম দিনের শুভ উদ্বোধন করেন,সুনামগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি আল হেলাল,বাংলাদেশ মানবাধিকার কমিশনের যুগ্ম সম্পাদক সাইফুল আলম ছদরুল,মোঃ শফিকুল ইসলাম,অর্থ সম্পাদক সাংবাদিক সিরাজুল ইসলাম শ্যামল,মহিলা বিষয়ক সম্পাদিকা তানজিনা বেগম,প্রবীণ গীতিকার ডাক্তার এমএ ওয়ারিস,সাংবাদিক ফরিদ মিয়া,জাহাঙ্গীর আলম ভুঁইয়া,কমিশনের সদর থানা কমিটির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম পলাশ,সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান,মোবারক হোসেন,জাপা নেতা নজির আহমদ,আমরা মুক্তিযোদ্ধার সন্তান সদর থানা কমিটির সহ সভাপতি নরুল আমিন,নেছার আহমদ শফিক,পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের এমআইএস অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান,ডাক্তার সুলতান মাহমুদ,ডাক্তার জাহিদ হাসান,স্বাস্থ্য কর্মী লাভলী বেগম,সালমা আক্তার,তানিয়া আক্তার,আছমা বেগম,লিটন আহমদ,আবু লেইছ,বাউল শিল্পী আব্দুল কাইয়ুম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শেরগুল আহমেদ বলেন,মাইটিভি দেশের একটি বহুল প্রচারিত জনপ্রিয় টিভি চ্যানেল। প্রতিযোগীতায় টিকে থাকার পাশাপাশি আগামী দিনে এর সেবার পরিধি ও গ্রহন যোগ্যতা বাড়াতে বস্তু নিষ্ট সংবাদ প্রকাশের মাধমে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বর্পূন ভূমিকা পালন করবে।

শেয়ার করুনঃ

Leave a Reply