২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ৩:১৬/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৩:১৬ পূর্বাহ্ণ

সুনামগঞ্জে সাংবাদিককেই করতে হলো সংবাদ সম্মেলন!

     

 

আল-হেলাল,সুনামগঞ্জ থেকে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের সাংবাদিক মাওলানা শফিউল আলম ও তার পরিবারের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সুনামগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জখমী সাংবাদিক মাওলানা শফিউল আলম। লিখিত বক্তব্যে তিনি বলেন,আমাদের পূর্ব পুরুষদের মধ্যে আমার পিতা ব্যতিত অন্যান্য কেউ অনন্তপুর গ্রামে বসবাস করেননা। বিধায় ঐ এলাকায় আমাদের পরিবারটি একেবারে অসহায়। এ কারণে একই গ্রামের একটি দুষ্টচক্র দীর্ঘদিন যাবৎ আমাদের অনিষ্ট করার পথ বেছে নিয়ে নানা ফন্দি ফিকির করে আসছে। এরা আমাদেরকে সামাজিক আর্থিক মানবিক দিক দিয়ে ঘায়েল করা ও হেয় প্রতিপন্ন করার কুপরিকল্পনায় লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় গ্রামের মৃত রইছ আলীর পুত্র আব্দুল কাইয়্যুম,মৃত পরব উল্লাহর পুত্র শওকত আলী,মৃত হারিছ উল্লাহর পুত্র এনায়েত ও মৃত তালেব আলীর ছেলে সেলিমসহ তাদের গোত্রীয় সন্ত্রাসীরা গত ১১ মে সকালে আমাদের বসতবাড়ীতে অনধিকার প্রবেশ করে আমাদের উপর হামলা চালায় ও আমাদের পরিবারের ৮ জন নারীপুরুষকে আহত করে। আমাদেরকে জখম করার পাশাপাশি এরা আমাদের বাড়ীঘর লুটতরাজ করে। এ ঘটনাই শেষ নয় ইতিপূর্বে আমার বড় ভাই ছয়ফুল আলম মসজিদে জুমআর নামাজ আদায় করতে গেলে মসজিদের আঙ্গিনায় এচক্রটি আমার ভাইকে মারধর করে। আমরা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করি। দায়েরকৃত মামলার মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সন্ত্রাসীরা আমাদের বিরুদ্ধে আদালতে কাউন্টার মিথ্যা চাঁদাবাজীর মামলা, স্থানীয় একটি পত্রিকায় উদ্দেশ্যমূলক মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ ও প্রাণনাশের হুমকী দিয়েই যাচ্ছে। হামলা মামলা ও হুমকীর মাধ্যমে তারা আমাদেরকে প্রায় জিম্মি করে রেখেছে। সাতগাঁও রাজিনপুর মহিলা মাদ্রাসার মুহতমীম মাওলানা শফিউল আলম প্রতিপক্ষীয় সন্ত্রাসী চক্রটিকে গ্রেফতার করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুনঃ

Leave a Reply