২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:৩৭/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৬:৩৭ অপরাহ্ণ

আলোচিত ছাত্রনেতা নুরুল আজিম রনি কারাগারে

     

এক কলেজ অধ্যক্ষকে পেটানো ও ২০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় দায়ের মামলায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম ওসমান গণির আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন রনি। বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, দাবিকৃত ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহেদ খানকে তার কার্যালয়ে বেদম মারধর করেন নুরুল আজিম রনি।

ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর রনির বিরুদ্ধে মামলা নিতে বাধ্য হয় নগরের চকবাজার থানা।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউসন) কাজী সাহাবুদ্দীন আহমেদ জানান, গত ৩ এপ্রিল নগরের চকবাজার থানার বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহেদ খানের দায়ের করা একটি চাঁদাবাজি ও মারধরের মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন নুরুল আজিম রনি। সেই জামিনের মেয়াদ শেষে সোমবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে জেলে পাঠানোর আদেশ দেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply