২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:০০/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৬:০০ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ইফতার মাহফিলে মেয়র

     

 

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ইফতার মাহফিলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সিটি মেয়র আ.জ.ম নছির উদ্দীন বলেছেন, এবার মাহে রমজান ইসলাম ও মানবতা বিরোধী জঙ্গীবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা যুগিয়েছে। এ লড়াই অব্যাহত রাখার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে নিজের আত্মশক্তিকে জাগিয়ে তুলতে চাই। তিনি আজ শনিবার বিকাল ৪টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার (আলমাস সিনেমা হলের পার্শ্বে চট্টেশ্বরী রোডস্থ) হলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দোয়া ও ইফতার মাহফিলে আগত সম্মানিত অতিথিবৃন্দ এবং দলীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের উদ্দেশ্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জীবনের ঝুঁকি নিয়ে বাঙালি জাতিসত্তা রক্ষায় অসম্ভবকে সম্ভব করেছেন। তিনি বার বার হামলার শিকার হয়েছেন। তাই আমাদের নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাঁর পাশে দাঁড়াতে হবে। এটাই হোক আত্মশক্তি প্রকাশের অবলম্বন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং ইফতার মাহফিলে আগত দলীয় নেতাকর্মীদের মাঝে শুভেচ্ছা বিনিময় করেন। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ভারতীয় সহকারী হাই কমিশনার, চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের উপাচার্য্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, মেট্টোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মাসুদুল হাসান, এন এস আই ও ডিজিএফ আই এর পরিচালকবৃন্দ, বিএম এ সভাপতি ডা: মুজিবুল হক খান, আই ই বি চট্টগ্রাম নেতা ইঞ্জি: মো: হারুন, সমাজসেবা অধিদপ্তর পরিচালক সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড সুনীল কুমার সরকার, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব খোরশেদ  আলম সুজন, আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী, আলহাজ্ব বদিউল আলম, আলহাজ্ব এম এ রশিদ, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসন মাহমুদ হাসনী, সম্পাদকমন্ডলীর সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, মো: হোসেন, আবদুল আহাদ, জোবাইদা নার্গিস খান, ইঞ্জি: মানস রক্ষিত, ফয়সাল ইকবাল চৌধুরী, দিদারুল আলম চৌধুরী প্রমুখ। এছাড়া চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলরবৃন্দ ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ক, সভাপতি, সাধারন সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব দোয়া মাহফিল পরিচালনা করেন হযরত খাজা গরীব উল্লাহ শাহ মাজারের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা আনিসুজ্জামান আলকাদেরী।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply