২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ৯:১২/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৯:১২ অপরাহ্ণ

পটিয়ায় আহম্মদ কবির স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন

     

পটিয়ায় আহমদ কবির স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরনী অনুষ্ঠান গত ৭ এপ্রিল শুক্রবার বিকেলে হুলাইন ছালেহ নুর ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। আহম্মদ কবির স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় প্রায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে মেধাক্রম অনুযায়ী ৪০ জন ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়। আহম্মদ কবির স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা আহসান কবির খোকনের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছালেহ নুর ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ দিদারুল আলম। ইসলাম মুহাম্মদ নুর উদ্দীনের স্বাগত বক্তব্যের পর এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সায়েম আলী চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ইউছুপ খান, সুপ্রীম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট নুরুল হুদা আনছারী, দোস্ত মোহাম্মদ, সমাজসেবক শামসের আলী, পরীক্ষা নিয়ন্ত্রক উদয় কান্তি সিংহ, উপদেষ্টা কমিটির চেয়ারম্যান একেএম মামুনুর রশিদ, কো-চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। সংগঠনের সহ-সভাপতি ফাউজুল কবিরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংসদের সভাপতি আনোয়ারুল কবির, সহ-সভাপতি মঈনুল কবির, নাজমুল কবির, নজরুল কবির, উপদেষ্টা আবদুল খালেক, সদস্য সচিব সাঈদুর রহমান, সদস্য আনিসুর রহমান, নোমান, রকি, সুরাজ, শাকিল, মনজু, নয়ন, মাসুদ, মুনতাসির, সাহেদ প্রমুখ।
শেষে বৃত্তি পরীক্ষা প্রথম স্থান অধিকারকারী সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সায়মা বিনতে মিনহাজের হাতে কম্পিউটার, দ্বিতীয়স্থান অধিকারকারী ১০ম শ্রেণী শিক্ষার্থী ফয়সাল আহমদকে ডিজিটাল ডিকশনারি ও তৃতীয়স্থান অধিকারকারী অর্গজিৎ বড়–য়াকে ৩হাজার টাকার প্রাইজভন্ড সহ মোট ৪০ জন শিক্ষার্থীকে সনদপত্র, ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।

শেয়ার করুনঃ

Leave a Reply