১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:৩৫/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৯:৩৫ অপরাহ্ণ

সিগারেটের বিশাল চালান আটক

     

সিঙ্গাপুর থেকে ৪০ ফুট লম্বা একটি কনটেইনারে মিথ্যা ঘোষণায় আনা সিগারেটের একটি  চালান আটক করেছে কাস্টম হাউস কর্তৃপক্ষ।

কাস্টম হাউসের ডেপুটি কমিশনার নূর উদ্দিন মিলন বলেন, কাস্টম হাউসের গোয়েন্দা বিভাগ হিসেবে পরিচিত অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চের ( এআইআর) কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে চালানটি আটক করেছেন।সিগারেট আমদানিতে ৪৫০ শতাংশ ডিউটি দিতে হয়। তাই অসাধু একটি চক্র মিথ্যা ঘোষণায় সিগারেট নিয়ে আসছে। আমদানি করা সিগারেটের মোড়কে বাংলায় সংবিধিবদ্ধ সতর্কীকরণ মুদ্রিত না থাকলে তা অবৈধ।

তিনি বলেন, কনটেইনারে কী পরিমাণ সিগারেট আছে তা গুনে দেখা হচ্ছে।

এর আগে গত ২৮ এপ্রিল মিথ্যা ঘোষণায় আনা ২০ ফুট লম্বা একটি কনটেইনারে ‘৩০৩’ ও ‘মন্ড’ ব্রান্ডের ৬৫০ কার্টন সিগারেটের একটি চালান আটক করেছিল কাস্টম কর্তৃপক্ষ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply