২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:৫০/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৩:৫০ পূর্বাহ্ণ

যশোর বেনাপোলে কৃমিনাশক খেয়ে শিশুর মৃত্যু

     

মুস্তাক মুহাম্মদ যশোর জেলা প্রতিনিধি

বেনাপোলের ঘীবা সরকারী সরকারী প্রথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী রিয়া (১০) কৃমিনাশক খেয়ে যশোর সদর হাসপাতলে নেওয়ার পথে মৃত্যু বরণ করে। নিহতের পিতা একই গ্রামের আবু বক্কর ছিদ্দিক জানিয়েছেন, রিয়া প্রতিদিনের ন্যায় বুধবার সকালে স্কুলে গিয়েছিলো ।স্কুলে স্যারেরা তাকেসহ সবাইকে কৃমিনাশক ওষুধ খাওয়ায়। বাড়ি ফিরে রিয়া অসুস্থ্য হয়ে যায়। এ ব্যাপারে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রর সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল মজিদ জানান , আজ সকালে তাকে আমার কাছে আনা হয়। এ্ সময় তার খিচুনি ও বমি হচ্ছিল । পরিস্থিতির অবনতি দেখে তাকে যশোর সদর হাতপাতালে রেফার করা হয়। পথের মধ্যে সে মারা যায় বলে শুনেছি। তবে কৃমিনাশক খেয়ে মৃত্যূ হয়েছে কিনা এ বিষয়ে নিশ্চিত নয়।ঘিবা সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  কামরুজ্জামান জানান, অন্য ছাত্র/ছাত্রীদের সাথে রিয়াকেও কৃমিনাশক খাওয়ানো হয়।রিয়া বাদে কারোর কোনো সমস্যা হয়নি। এদিকে রিয়ার মৃত্যুতে  এলাকায় নানা গুজ্ঞন হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply