২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৫:১৩/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৫:১৩ অপরাহ্ণ

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই

     

বোয়ালখালী উপজেলার মধ্যম কধুরখীল শাহা বদিউজ্জামান মুন্সি (রাঃ) স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত ফুটবল টুনামেন্টের উদ্বোধনী খেলা আজ স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় এক আলোচনা অ্যাডভোকেট এম.আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বোয়ালখালী উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহম্মদ খান। এ সময় তিনি বলেন, সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করার সুযোগ করে দিতে হবে। লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েদের খেলাধুলায়ও পারদর্শী করে তুলতে হবে। সমাজ থেকে মাদক দূরীকরণে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালখালী পৌরসভা বিএনপি সাংগঠনিক সম্পাদক শেখ মনির উদ্দিন, বোয়ালখালী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক ইউসুপ চৌধুরী, বোয়ালখালী উপজেলা ছাত্রদল আহবায়ক মোহসিন খোকন, পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মেহেদী হাসান সুজন, কধুরখীল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, বোয়ালখালী পৌরসভা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বোয়ালখালী উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক মো. জাবেদ, বোয়ালখালী উপজেলা ছাত্রদল নেতা মো. রফিক, বোয়ালখালী পৌরসভা ছাত্রদল আহবায়ক ইব্রাহিম চৌধুরী মানিক, কধুরখীল বিএনপি নেতা আলতাফ হোসেন, বোয়ালখালী পৌরসভা যুবদল সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম রাসেল প্রমুখ। পরে অতিথিরা বল পাশ দিয়ে খেলার উদ্বোধন ঘোষনা করেন।

শেয়ার করুনঃ

Leave a Reply