১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:০৯/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১০:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন

     

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জহুর আহমেদ চৌধুরী ষ্টেডিয়ামের অনুশীলন মাঠে উদ্বোধন হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা ২০১৮ এর চট্টগ্রাম বিভাগীয় পর্ব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের উপ-মহা পরিদর্শক ড. এস এম মনির-উজ-জামান ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রকিবুর রহমান (টুটুল)। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এ্যাডমিনএ্যান্ড ফাইন্যান্স এস এম রুকনউদ্দিন, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক(অপারেশন এ্যান্ড ক্রাইম) মো. আবুল ফয়েজ, আর আর এফ কমান্ড্যান্ট এম এ মাসুদ, পুলিশ সুপার নুওে আলম মিনা, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মো. আলমগীর, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মহিলা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা শর্মিষ্ঠা রায়, সভাপতিত্ব করেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্জ্ব আলী আব্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিডিয়া ব্যক্তিত্ব সাইফুল আলম বাবু।

প্রধান অতিথির বক্তব্যে ড. এস এম মনির-উজ-জামান বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা ২০১৮এর চট্টগ্রাম বিভাগীয় পর্ব অত্যন্ত সুন্দর ও জাঁকজমক পূর্নভাবে আয়োজনের জন্য চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ জানান এবং কাবাডি খেলার প্রচার-প্রসাওে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

দুইদিন ব্যাপী এ প্রতিযোগিতার ১ম দিনে ১০টি খেলানিস্পত্তি হয়েছে 

বান্দরবান জেলা ৩৫-২৪পয়েন্টে রাঙ্গামাটি জেলা কে পরাজিত করেছে, চট্টগ্রাম জেলা ৫২-১৩ পয়েন্টে নোয়াখালী জেলা কে পরাজিত করেছে, কুমিল্লা জেলা ৩২-২৩ পয়েন্টে ব্রাহ্মনবাড়িয়া জেলাকে পরাজিত করেছে,চাঁদপুর জেলা ৩১-২৩ পয়েন্টে লক্ষ্মীপুর জেলা কে পরাজিত করেছে,ব্রাহ্মনবাড়িয়া জেলা ৪১-২৯ পয়েন্টে ফেনীজেলা কে পরাজিত করেছে,চট্টগ্রাম জেলা ৪৮-২৪ পয়েন্টে চাঁদপুর জেলা কে পরাজিত করেছে, লক্ষ্মীপুর জেলা ৩৭-৩৩ পয়েন্টে নোয়াখালী জেলা কে পরাজিত করেছে,কুমিল্লা জেলা ৪২-৮ পয়েন্টে ফেনী জেলা কে পরাজিত করেছে,চট্টগ্রাম জেলা ৩৯-৭ পয়েন্টে লক্ষ্মীপুর জেলাকে পরাজিত করেছে,চাঁদপুর জেলা ৩১-৩০ পয়েন্টে নোয়াখালী জেলা কে পরাজিত করেছে।

আগামী কাল চট্টগ্রাম, কুমিল্লা ও বান্দরবান দল প্রতিযোগিতার ২য় রাউন্ড ও চুড়ান্তপর্বের খেলায় অংশ গ্রহণ করবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply