২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ২:৩৫/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ২:৩৫ পূর্বাহ্ণ

দস্তগীর চৌধুরীর ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

     

 

১৬ এপ্রিল সকাল ১০.৩০ মিনিটের সময় বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে সংগঠনের অন্যতম উদ্যোক্তা, ক্রীড়ানুরাগী আলহাজ্ব দস্তগীর চৌধুরীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংগঠনের প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা বিকেইউপি’র জেলা সভাপতি এম এ হাশেম রাজুর সভাপতিত্বে সিনিয়র যুগ্ম সম্পাদক নাসির খানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, মরহুম দস্তগীর চৌধুরী মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ প্রতিষ্ঠা করার লক্ষ্যে রাতদিন পরিশ্রম করেছেন। তাঁর অকালে মৃত্যু না হলে পরের দিন বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে মরহুম দস্তগীর চৌধুরীর উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তার আগের দিন রাতে তিনি না ফেরার পথে চলে গেলেন। তাঁর অকালে মৃত্যু হওয়ার কারণে ক্রীড়াঙ্গণে বড়ই শূন্যতা সৃষ্টি হয়েছে। যা এখনো পর্যন্ত আমরা পূরণ করতে পারিনি। তিনি বেঁচে থাকলে আজ ক্রীড়াঙ্গণ আরো শক্তিশালী হতো। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় মরহুমের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার নেওয়াজ উদ্দিন শাহীন, অ্যাডভোকেট জসিম উদ্দিন খোকন, সাবেক জাতীয় খেলোয়াড় মনজুরুল ইসলাম মনজু, সহ-সম্পাদক আবুল কালাম আবু, জাফর আহমেদ প্রমুখ।

শেয়ার করুনঃ

Leave a Reply