২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:২৫/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১:২৫ পূর্বাহ্ণ

যশোরের বাঁকড়ায় সাহিত্য সম্মেলন ও গুণিজন সম্মননা অনুষ্ঠিত

     

 

মুস্তাক মুহাম্মদ, যশোর:

বাঁকড়া ডিগ্রি কলেজ মাঠে বাঁকড়া কপোতাক্ষ সাহিত্য পরিষদের উদ্যোগে ৩য় সাহিত্য সম্মেলন ও গুণিজন সম্মননা গত ১লা এপ্রিল শনিবার – ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, গবেষক, গীতিকার, প্রাকৃতজ শামিম রুমি টিটন,   প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক বেনজিন খান, অধ্যক্ষ পাভেল চৌধুরী, অধ্যক্ষ শাহানুর কবির, অধ্যক্ষ(অব.) আব্দুস সাত্তার। এ বছর গুনিজন সম্মননা পান রম্য লেখায় গবেষক সফিয়ার রহমান, কবিতা ও ছোট কাগজ সম্পাদনায় কবি হোসাইন নজরুল হক,  কবিতায় মহিলা কবি তৃষা চামেলী।এছাড়া “বাঁকড়ার আলো” সাহিত্য পত্রিকার ৬ষ্ঠ  সংখ্যার শ্রেষ্ঠ লেখক হিসেবে নির্বাচিত হন প্রবন্ধে রেজাউল করিম, কবিতায় স্বপন মোহাম্মদ কামাল ও শামীম আল হাসান। স্বরচিত কবিতায় পাঠে পুরস্কার পান কবি স্বাধীন বাবু , কবি মো. নজরুল ইসলাম ও কবি ফরিদ আহমেদ। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন উপাধ্যক্ষ গাজী আব্দুস সাত্তার।অনুষ্ঠানে সার্বিক তত্বাবধায়নে ছিলেন কবি মুস্তাক মুহাম্মদ।সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহা. আবুল কালাম আজাদ।

 

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply