২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ২:১২/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ২:১২ পূর্বাহ্ণ

চীনের মধ্যাঞ্চলে পুনরায় রেল চলাচল শুরু

DCIM100MEDIADJI_0027.JPG

     

চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উচ্যাংয়ে রেললাইনের একটি রোডবেড মেরামতের পর শনিবার পুনরায় রেল চলাচল শুরু হয়েছে। দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে। রোডবেডটি ধসে পড়ায় রেল চলাচল বন্ধ হয়ে যায়। উহান রেলওয়ে ব্যুরো জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে এই ধসের ঘটনা ঘটে। খবর সিনহুয়া’র।
এতে বেইজিং-গুয়াংঝৌ লাইনের প্রায় ২০টি সাধারণ ট্রেন আটকা পড়ে। ব্যুরো জানায়, জরুরি সংস্থার কর্মীরা দ্রুত সংস্কার কাজ শুরু করে। ১ হাজারের বেশি ইঞ্জিনিয়ার ও শ্রমিকের একটি বিশাল দল এই কাজে অংশ নেয়। এই ধসের কারণ জানতে তদন্ত চলছে। সিনহুয়া।
শেয়ার করুনঃ

Leave a Reply