২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:০৫/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৪:০৫ অপরাহ্ণ

গীতিকার রমেশ ফকিরের তিরোধাম দিবস পালন

     

 

ঐতিহ্যবাহী বোয়ালখালী পূর্বগোমদন্ডী লোককবি একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি লোককবি মাইজভাণ্ডারী গানের গীতিকার রমেশ ফকির মাইজভাণ্ডারীর ৫১তম তিরোধান দিবস গত ২৩ চৈত্র ৬ এপ্রিল রমেশ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাইজভাণ্ডারী গানের জলসা রমেশ পুত্র পুলিন বিহারী শীল সভাপতিতে অনুষ্টিত হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সভাপতি বিশিষ্ট মরমী গবেষক লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর সভাপতি মোঃ সিরাজুল মোস্তাফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন মুফতি উজ্জেতুল মোবালীগ, রমেশভাণ্ডার সমন্বয়ক আল সিরাজ ভাণ্ডারী, মোঃ হুমায়ন কবির পুলিশ ইন্সপেক্টার, সুনিল চন্দ্র ঘোষ, আওয়ামীলীগ নেতা এম এস আলম, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ বাঁশখালী থানার সমন্বয়কারী মোঃ শহিদুল ইসলাম, মোঃ ফখরুল ইসলাম, লিটন শীল, রমেশ রচিত মাইজভাণ্ডারী গান পরিবেশন করেন রমেশ শিল্পি গোষ্টি রমেশ দৌহিত্র চদ্রিকা শীল ও রমেশ শিল্পগোষ্ঠীর সকল সদস্যবৃন্দ, ও আহমদ নুর আমিরী, কবির গানের অংশ গ্রহন করেন, কবিয়াল রতন বড়ুয়া,কবিয়াল জয়ন্তি বড়ুয়া। এতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক দয়াল দত্ত, বিশিষ্ট ব্যবসায়ী নিলু দাশ, সাংবাদিক সমীর কান্তি দাশ, বিজন শীল রুবেল শীল ঝন্টু শীল, রনবির দাশ, জয়ন্ত দত্ত, জয়ন্তী দত্ত, প্রমিতা দাশ, প্রমূখ। বক্তারা বলেন, মাইজভাণ্ডারী গানের অন্যতম সাংস্কৃতিক দূত লোককবি রমেশ শীল মাইজভাণ্ডারীর গান শুনে আমরা আধ্যাত্মিক ধ্যানে মগ্ন থাকি। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন লিটন শীল।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply