২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:২৫/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১১:২৫ অপরাহ্ণ

ঝিনাইদহের ইজিপি প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি 

     

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় দৌলতপুর ইউনিয়নে হতদরিদ্রদের জন্য কর্মসংস্থান’ ৪০ দিনের কর্মসূচি (ইজিপি) প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পের কাজ না করে হাতিয়ে নেওয়া হয়েছে লাখ লাখ টাকা। বঞ্চিত হয়েছে প্রায় অর্ধ শতাধিক হতদরিদ্র জনগোষ্টী। প্রকল্প বাস্তবায়নের জন্য তথ্য সম্বলিত সাইন বোর্ড নির্ধারিত রাস্তায় লটকানো হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৬-২০১৭ অর্থ বছরে হত দরিদ্রদের জন্য কর্মসংস্থান ৪০ দিনের কর্মসূচী প্রকল্প বাস্তবায়নের জন্য ১ম পর্যায় হরিনাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউয়িনে ৩টি প্রকল্প হাতে নেওয়া হয়। প্রকল্প ৩টির মধ্যে ছিল (১) পার-দখলপুর বাবুলের বাড়ির নিকট হতে ভেড়াখালী ঈদগাহ পর্যন্ত রাস্তা রক্ষনাবেক্ষন। (২) ভেড়াখালী সোলেমানের বাড়ির নিকট হতে ভেড়াখালী ঈদগাহ পর্যন্ত রাস্তা মাটি দ্বারা মেরামত। (৩) হিংগার পাড়া পাকা রাস্তা হইতে অর্জুন খাল পর্যন্ত রাস্তা রক্ষনাবেক্ষন।

প্রকল্প ৩টি বাস্তবায়নের জন্য ১শ’ ৫৪ জন উপকারভোগী শ্রমিকদের তালিকা নির্ধারন করে দেওয়া হয়। উপকারভোগী প্রত্যেক শ্রমিকের প্রতিদিনের মজুরি নির্ধারন করা হয়েছে ২শ’ টাকা।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply