২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:২৯/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৫:২৯ পূর্বাহ্ণ

নিউজ চিটাগং’র প্রতিষ্ঠাবার্ষিকী ১১ এপ্রিল

     

নিউজচিটাগং এর প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি চলছে। আয়োজনের মধ্যে আছে ৭ থেকে ১১ এপ্রিল বিভাগীয়, জেলা-উপজেলা সদরে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচী। ১১ এপ্রিল চট্টগ্রাম প্রেস ক্লাবে সন্ধ্যা ৬টায় কেককাটা, শোভাযাত্রা, আলোচনা সভা ও বর্ণাঢ্য কনসার্ট, সম্মাননা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে।  ১২ এপ্রিল বিভাগীয় সদর চট্টগ্রামে বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ে দোয়া-মোনাজাত। চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও নিউজচিটাগং২৪.কম’র সম্পাদক কাজী আবুল মনসুরের নিবিড় তত্বাবধানে এবং নিউজচিটাগং২৪.কম’র নির্বাহী সম্পাদক. লেখক ও সাংবাদিক মির্জা ইমতিয়াজ শাওনের নেতৃত্বে পত্রিকাটির প্রতিষ্ঠার ৯ম এবং আত্নপ্রকাশের ৭ম বর্ষে পদার্পণ উদযাপন উপলক্ষে আযোজিত নানা কর্মসুচী সফল করার প্রস্তুতি চলছে পুরোদমে। এতে সার্বক্ষণিকভাবে তদারক ও সমন্বয় করছেন নিউজচিটাগাং এর ব্যবস্থাপনা সম্পাদক শাদ ইরশাদ, গীতিকার ও বিনোদন সাংবাদিক আশিক বন্ধু, সহ সম্পাদক তসলিম খাঁ, ফারুক মুনির, নিউজচিটাগাং’র ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস বাবর, শরীফুল ইসলাম রুকন, আবদুল্লাহ আল ফয়সাল। এছাড়াও চট্টগ্রামের জেলা-উপজেলায় ৭ থেকে ১১ এপ্রিল আনন্দ শোভাযাত্রাসহ অন্যান্য কর্মসূচী সফল করতে কাজ করছেন সংশ্লিষ্ট প্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা । এর মধ্যে যাদের নাম উল্লেখ না করলেই নয়, তারা হলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও নিউজচিটাগাং ফ্যান ক্লাবের সভাপতি অধ্যাপক শামসুদ্দিন শিশির, নিউজচিটাগাংয়ের বিশেষ প্রতিনিধি শফিউল আলম, নজরুল ইসলাম লাভলু, শফিউল আজম, আবু সাঈদ ভূইয়া, নন্দন রায়, সেলিম উদ্দিন, বি এম হাবিবুল্লাহ, এস কে লিটন কুতুবী, মহি উদ্দিন মহিম, পূজন সেন, ইমরান হোসেন এমি, কাইসার হামিদ মানিক, শওকত হোসেন করিম, সামশু উদ্দিন, মো: ফারুকসহ আরো অনেকে। নিউজচিটাগং এর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে সংশ্লিষ্ট জেলা-উপজেলায় সকল পাঠক-শুভানুধ্যায়ীকে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণের আমন্ত্রণ রইল।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply