১৬ এপ্রিল ২০২৪ / ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:৩৫/ মঙ্গলবার
এপ্রিল ১৬, ২০২৪ ১১:৩৫ অপরাহ্ণ

১১তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালনে সাংবাদিক সম্মেলন

     

 

 

১১তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালনে নিষ্পাপ অটিজমের এক সাংবাদিক সম্মেলন ০১এপ্রিল রবিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সম্মিলিত অটিজম দিবস উদযাপনের আহবয়ক প্রকৌ: ঝুলন কুমার দাশ লিখিত বক্তব্য জানান, ২রা এপ্রিল বিকাল ৪টায় নগরীর ডিসি হিল হতে বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করে কর্মসূচির সূচনা করবেন সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন,এসময় বিশেষ অতিথি থাকবেন লায়ন্স জেলা গভর্নর লায়ন এম.মন্জুরুল আলম মন্জু, লায়ন্স  জেলা ভাইস গভর্নর-২ মিসেস কামরুন মালেক এবং চসিক কাউন্সিলর,মহিলা কাউন্সিলর।

তিনি আরো জানান,নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন কাজের স্বীকৃতি স্বরূপ এবার জাতীয় পুরস্কারও লাভ করেছে ।এছাড়া একই সাথে আরো ৯টি প্রতিষ্ঠান কে প্রধানমন্ত্রী কর্তৃক ঢাকায় অটিজমের উপর বিশেষ কাজে অবদান রাখায় পুরস্কার পাচ্ছেন বলে সাংবাদিক সম্মেলনে অবগত করেন।

সাংবাদিকদের ঝুলন আরো তথ্য দেন যে,সর্বপ্রথম ২০০৭সালে প্রধান মন্ত্রীর কন্যা সায়মা হোসেন জাতি সংঘ কে অটিজম বিষয়টি (Asd) সমস্যা হিসেবে চিহিৃত করলে পরবর্তীতে ২রা এপ্রিল জাতি সংঘ অটিজম সচেতনতা দিবস কে বিশ্ব ব্যাপি পালনে কথা জানান।তবে দেশব্যাপি এই অটিজেমের কোন পরিসংখ্যান না থাকলেও চট্ট্রগ্রামে প্রায় ৫৫ হাজার শিশু-কিশোর এই রোগে আক্রান্ত বলে জানান,এর মধ্যে বেশীর ভাগই নারী শিশু,বালিকা।

তাই তো এবার দিবসের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে”নারী ও বালিকাদের ক্ষমতায়ন হোকনা সে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন“।রোগের প্রাদুভাব বেশী হলে চট্ট্রগ্রামে নেই কোন থেরাপিষ্ট এবং বিশেষায়িত স্কুলের সংখ্যা খুবই অপ্রতুল।তাই তো এর সচেতনতা বাড়াতে সহায়তা স্বরূপ সরকারের নিকট ৮টি যৌক্তিক পরামর্শ মূলক দাবি উপস্থাপন করেন।

সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেননিষ্পাপ অটিজম ফাউন্ডেশন’র সহ-সভাপতি মোরশেদুল আলম কাদেরী,ড্রিমস্টার অটিজম একাডেমির পরিচালকও অধ্যক্ষ মিসেস তাহমিনা জেরীন, যুগ্ন সম্পাদক- সুজিত কুমার দত্ত,অশেষ কুমার দত্ত,সুব্রত বিকাশ চৌধুরী,প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply