২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ৯:৩৯/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৯:৩৯ অপরাহ্ণ

প্রজন্ম চট্টগ্রাম’র একযুগ পূর্তিতে বর্ণাঢ্য আয়োজন

     

 

বৃহত্তর চট্টগ্রাম’র স্বেচ্ছাসেবী সংস্থা ‘প্রজন্ম চট্টগ্রাম’র ১২ তম (একযুগ পূর্তি) প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ১ এপ্রিল রবিবার, বিকাল ৩টায়, বহদ্দারহাটস্থ মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজ মিলনায়তনে প্রজন্ম চট্টগ্রাম কেন্দ্রীয় সংসদের চেয়ারম্যান ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভাসির্টির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে সদস্য নবায়ন ও নতুন সদস্যদের মাসব্যাপি “বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব, মরণোত্তর গুণীজন ও বরণীয় ব্যক্তির সংবর্ধনা, সুহৃদ সম্মানা, কৃতি ও নিয়মিত সদস্যদের সনদ, নবায়ন ও নতুন সদস্যদের প্রয়াত মা বাবার স্মৃতিচারণ এবং ওয়েবসাইট ভিত্তিক ম্যাগাজিনে সংক্ষীপ্ত জীবনী প্রকাশ। উস্মুক্ত রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় পরীক্ষা, অধিকার বঞ্চিত শিশুদের মাঝে ঔষুধ ও পুষ্টিকর খাবার বিতরণ এবং স্বাস্থ্য পরীক্ষা। শিশুদের চিত্রাংকন, যেমন খুশি তেমন সাঁজ, উপস্থিত কুইজ ও রচনা, ক্বেরাত, আযান , গজল, দলীয় ইসলামী সংগীত প্রতিযোগিতাসহ নবায়ন ও নতুন সদস্যদের কাবাডি, ক্রিকেট এবং ফুটবল প্রীতি ম্যাচ। কবিতা আবৃত্তি, গণসংগীত, লোকসংগীত, আঞ্চলিক গান, মাইজভান্ডারী সংগীত, কবিগান, দেশের গান, লোকনৃত্য, হিপহপ ডান্স, নাটক, মূকাভিনয়, যাদু প্রদর্শন ও ব্যান্ড সংগীত। এছাড়া তথ্যচিত্র প্রদর্শনী, স্মৃতিচারণমূলক প্রবন্ধ-নিবন্ধ ও গবেষণাধর্মী লেখা নিয়ে ম্যাগাজিন প্রকাশ, পর্যটন কেন্দ্র কক্সবাজার থেকে বেলুন উড়ানোর মধ্যে দিয়ে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধনসহ ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হচ্ছে। এই ব্যাপারে প্রাইম স্কুল এন্ড কলেজ, হালিমা ম্যানশন, বাড়াইপাড়া, বহদ্দারহাট, চান্দগাঁও, মোবাইল ০১৮১৮-০৩০৯৫৪, অথবা এসএম জামাল উদ্দিন ফাউন্ডেশন মিলনায়তন, বঙ্গবন্ধু ভবন, ৩য় তলা (দৈনিক আজাদী অফিসের পাশের বিল্ডিং) ৮, সিডিএ বা/এ, চেরাগী পাহাড় মোড, মোমিন রোড চট্টগ্রাম। ফোন ০৩১-৬১১৯৪০, ০১৭১৮-৩১৮৫৯৯ নম্বরে যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সংস্থার প্রধান নির্বাহী চৌধুরী জসীমুল হক।

শেয়ার করুনঃ

Leave a Reply