১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:৫০/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১০:৫০ পূর্বাহ্ণ

অপসংস্কৃতিই এখন আমাদের বিনোদন

     

 

আজহার মাহমুদ

বিনোদন বলতে আমরা বুঝি আনন্দ। কিন্তু বর্তমান সময়ের বিনোদন এমন এক পর্যায়ে এসেছে যা আমাদের সংস্কৃতিকে ভূলন্ঠিত করে তুলছে। বলতে গেলে আজ আমরা আমাদের বিনোদনের রুচিটাই পাল্টে ফেলেছি। আমাদের বিনোদন এখন মোবাইল নির্ভর হয়ে উঠেছে। আমরা এখন অনলাইনে বিনোদন নিতে অভ্যস্থ হয়ে উঠছি।টেলিভিশনে আজকাল বিনোদন পাইনা বর্তামন তরুনরা। তাদের বিনোদন এখন ইউটিউব, ফেসবুক, ইনিস্টারগামে। আমরা ফেসবুকে নোংরা এবং অসামাজিক বিষয় থেকে এখন বিনোদন নিচ্ছি। বাস্তবে আমরা যে সকল বিষয় থেকে বিনোদন নিচ্ছি তা থেকে আমরা ভালো কিছু শিখছি বলে মনে হয় না। সত্যি কথা বলতে এসব বিষয় থেকে শেখার কিছুই নেই।আমরা আজ এসকল বিষয়ের জন্য ভুলে যাচ্ছি আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্য। আমরা অফলাইনের বিনোদন এখন হারিয়ে ফেলছি। মঞ্চ নাটক দেখা, লোকগান শুনা, নজরুল সংঙ্গীত, রবীন্দ্রসংঙ্গীত সহ অনেক কিছুইআমরা এখন মুছে ফেলছি আমাদের জীবন থেকে। আমরা হয়তো জানিনা আমাদের সংস্কৃতির মূল রূপটি আছে লোকগানে। আমাদের কাছে এখন দেশীয় সংস্কৃতির চেয়ে বিদেশী সংস্কৃতি বেশ প্রিয় হয়ে উঠেছে। আমরা যদি আমাদের সংস্কৃতিকে তুলে না ধরি তবে পরবর্তী প্রজন্ম আমাদের সংস্কৃতি খুঁজে পাবে কিনা তাও সন্দেহ। আমাদের মোবাইলে এখন হিন্দি এবং ইংরেজী সিনেমার রাজত্ব চলছে। আমরা এখন আমাদের সংস্কৃতির কোনো গান শুনিনা। অন্য সংস্কৃতির গান নিয়ে ভরপুর করে রাখি আমাদের মোবাইল। আমরা টেলিভিশন দেখলেও ভারতীয় চ্যানেল ছাড়া কিছুই দেখি না। এটা লাজ্জার হলেও সত্য। আমাদের রুচি এখন পরিবর্তন করতে হবে। নয়তো অদূর ভবিষ্যতে আমরা হারিয়ে ফেলব আমাদের সংস্কৃতি এবং আমাদের নিজেস্ব বিনোদন। আপসংস্কৃতিই হয়ে উঠবে আমাদের বিনোদন। আমরা শুধু বিনোদিতো হলেতো হবে না, আমাদের বুঝতে হবে এই বিনোদন থেকে আমরা কি শিখতে পারবো। বিনোদন মানে শুধু আনন্দ নয়, বিনোদন মানে আনন্দর মাঝে জ্ঞান আহরণ করা। আমরা যদি ভালো কিছু থেকে বিনোদন নিতে পারি তবে কেনো আমরা নোংরা বিষয় থেকে বিনোদন নিতে যাবো? তাই আমাদের সংস্কৃতি ঠিক রেখে বিনোদন নিতে হবে আমাদের সকলের। সংস্কৃতির অপচর্চা করে বিনোদন নেওয়া কখনোইভালো কাজ নয়। আমার দেশের সংস্কৃতি আমার জন্য গর্ব। এই কথাটি মাথায় রেখে আমাদের বিনোদন নিতে হবে। এর জন্য প্রয়োজন আমাদের সচেতনতা। আমাদের সচেতনতাই পারে আমাদের সংস্কৃতি এবং বিনোদনকে টিকিয়ে রাখতে। তাই আসুন আমরা আমাদের সংস্কৃতি থেকে বিনোদিত হই এবং অন্যকে বিনোদিত করি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply