২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:১১/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ১১:১১ পূর্বাহ্ণ

কালীগঞ্জে মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ’বয়কট’

     

বয়কটের কোনো বিষয় হয়নি  বললেন ইউএনও খন্দকার মুশফিকুর রহমান

মুহাম্মদ আতিকুর রহমান বললেন
গাজজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বয়কট করেছেন মুক্তিযোদ্ধারা।

২৬ মার্চ সোমবার সকালে অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের স্মরণ না করায় কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধারা এ অনুষ্ঠান বয়কট করেন।

কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোস্তফা মিয়া জানান, কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবস অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। সকাল সাড়ে ৮টার দিকে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ। এ সময় তিনি উপস্থিত সবার নাম স্মরণ করলেও মুক্তিযোদ্ধাদের নাম স্মরণ করেননি। ফলে প্রায় ৫০ জনের বেশি মুক্তিযোদ্ধা অপমানবোধ করে অনুষ্ঠান বয়কট করে চলে যান। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে তারা আলাদাভাবে স্বাধীতা দিবসের অনুষ্ঠান করেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমান বলেন, এটা ভুল বোঝাবুঝি হয়েছে। বয়কটের কোনো বিষয় হয়নি।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন পলাশ সাংবাদিকদের বলেন, মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভুল বোঝাবুঝি হলেও পরে তা মীমাংসা হয়ে যায়। পরে উপজেলা প্রশাসনের কর্তব্যরত ব্যক্তিরা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সহযোগিতায় তাদের অনুষ্ঠানস্থলে ফিরিয়ে আনলেও সেখানে তারা বেশিক্ষণ অবস্থান করেননি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply