১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:১৫/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৬:১৫ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা এস. এম খায়রুল বশরের মৃত্যু দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক প্রকাশ

     

 

ফটিকছড়ি উপজেলার উত্তর নিচিন্তাপুর গ্রামের কৃতি সন্তান, সাবেক পূবালী ব্যাংক কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধ এস. এম খায়রুল বশর (৬৭) আজ ৩০ মার্চ ভোর ৪.৩০ মি. সময় নগরীর কুসুমবাগ আবাসিক এলাকাস্থ নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে….. রাজিউন)। এস. এম খায়রুল বশর ছিলেন, ফটিকছড়ি উপজেলার বিশিষ্ট সমাজসেবী ও দানবীর মৃত এস. এম আহমদ ছাফার ২য় সন্তান। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে, স্ত্রী, বহু আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব রেখে যান। আজ বাদে আসর হযরত গরিব উল্লাহ্ (র.) মাজার মসজিদ প্রাঙ্গণে নামাজে যানাজা শেষে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান পূর্বক গরিব উল্লাহ্ শাহ্ (র.) কবরস্থানে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা এস. এম খায়রুল বশরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন, মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, কেন্দ্রিয় মুক্তিযোদ্ধা সংসদের কর্মকর্তা এস. এম. মর্তুজা হোসাইন, কুসুমবাগ আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আলী আশরাফ, খুলশী থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস.এম. লিয়াকত হোসেন, ফটিকছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ.টি.এম পেয়ারুল ইসলাম, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন চৌধুরী, সদস্য সচিব প্রকৌশলী টি. কে সিকদার, প্রতিষ্ঠাতা স.ম. জিয়াউর রহমান ও সাবেক সভাপতি হাসিনা জাফর শোক প্রকাশ করেছেন। শোক বিবৃতিতে তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে ও দেশের উন্নয়নে বীর মুক্তিযোদ্ধা এস. এম খায়রুল বশর দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার অকাল মৃত্যুতে জাতি একজন নিরলস ও সৎ আদর্শবান ব্যক্তিত্বকে সমাজ হারাল। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুম এস. এম খায়রুল বশরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply