২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:২৭/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৬:২৭ অপরাহ্ণ

অস্ত্র আমি ধরতে জানি

     

মো. আলী আশরাফ খান

স্বাধীনতা তুমি আমাদের অহংকার
তুমি আমাদের মায়ের শাড়ীর আচঁল।
স্বাধীনতা তুমি-ই মহান ত্যাগ-গৌরব
বাঙালি জাতির অস্তিত্বের মহাআস্বাদন।

স্বাধীনতা তুমি সাত কোটি প্রাণের দাবি-
মুক্ত আকাশে একঝাঁক ডানামেলা পাখি,
তোমার স্পন্দনে নবীন-প্রবীণ জেগে ওঠে
হাসে জয়ের মালা পরে সূর্য ওঠা ভোরে।

স্বাধীনতা তুমি আমার মহান স্বাধীনতা।
দেখ, আমি একাত্তরের সেই ছ্ট্টো খোকা
নেই তোএখন সেই আগের মত বোকা।
অস্ত্র আমি ধরতে জানি-মারতেও জানি
হ্যাঁ, বুঝি আমি এখন অনেক কিছু-ই।

স্বাধীনতা তুমি আজ আঠার কোটি মানুষের।
তোমাকে হারাতে দেবেনা কোন মায়ের সন্তান-
বুকের রক্ত ঢেলে দেবে অকাতরে-দেবে প্রাণ।
কোন শকুনের থাবা পারবে না ছিনিয়ে নিতে-
আমাদের অর্জিত স্বাধীনতা-মহান স্বাধীনতা;
নয় এত সহজ দেবে ওরা আমাদের ধোঁকা!

শেয়ার করুনঃ

Leave a Reply