২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:৩২/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৭:৩২ পূর্বাহ্ণ

পেকুয়ায় মাসিক আইন-শৃংখলা সভায় ইলিয়াছ এম.পি- যানজট মুক্ত সমাজ গঠন করতে শীঘ্রই পরিবহন টার্মিনাল ব্যবস্থা নিশ্চিত করা হবে

     

পেকুয়া(কক্সবাজার) সংবাদ দাতা
কক্সবাজারের পেকুয়ায় আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে মাসিক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। ২৯মার্চ বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন সম্পন্ন হয়। ইউএনও মোঃ মাহাবুব উল হকের সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের  সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সভাপতি মুহাম্মদ ইলিয়াছ এম.পি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম. নুরুজ্জামান মঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রণি, পেকুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ(প্রশাসন) ও.সি মোঃ জহিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর প্রভাবশালী সদস্য এড. কামাল হোছাইন, পেকুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাষ্টার মোঃ ছাবের আহমদ, টিএইচ(ভারপ্রাপ্ত) ডাঃ মুজিবুর রহমান, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকুলীয় কলেজের অধ্যক্ষ এম ওবায়েদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ টি এম বখতিয়ার উদ্দিন চৌধুরী, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা মোঃ আবুল কাসেম, রাজাখালী ইউপি’র সদস্য মোঃ আবদুল মান্নান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা এলজিইডি অফিসের সহকারী প্রকৌশলী বাবু হারু কুমার পাল, সমাজ সেবা কার্যালয়ের সহকারী অফিসার সামশুল ইসলাম, পিআইও অফিসের প্রকৌশলী মাহফুজুর রহমান, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহনেওয়াজ চৌধুরী বিটু, পেকুয়া জিএমসি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম. জহির, বারবাকিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ¦ বদিউল আলম, টইটং ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা জাহেদুল ইসলাম চৌধুরী, রাজাখালী ইউপি চেয়ারম্যান ছৈয়দ নূর, সদর ইউপির প্যানেল চেয়ারম্যান-১ এম. মাহাবুবুল করিম এমইউপি, শিলখালী ইউপি’র প্যানেল চেয়ারম্যান-১ আবদুল আউয়াল দুলাল এমইউপি, সাংবাদিক এম. ছগির আহমদ আজগরী, সাংবাদিক মোঃ ফারুক, সাংবাদিক জালাল উদ্দিন, সাংবাদিক এম. জুবাইদ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের পদস্থ্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, আর্থসামাজিক এবং বিভিন্ন প্রতিষ্টানের প্রধানগণ। সভায় এলাকায় জংগীবাদ, সন্ত্রাস, নাশকতা, মাদকের আগ্রাসন সহ যে কোন ধরনের অপরাধ প্রবনতা প্রতিরোধ বন্ধে সবাইকে সততা ও নিষ্টার সাথে কাজ করার উদ্ধার্থ আহব্বান জানানো হয়। সভায় পেকুয়া চৌমুহুনী থেকে বাজার পর্যন্ত্য বিস্তৃত অসহনীয় যানজটের অবসানে পদক্ষেপে সমর্থন সংহতি জানিয়ে মাননীয় সংসদ সদস্য পেকুয়া বাজারের পশ্চিম পাশের্^ পাউবোর পরিত্যাক্ত ভবনের অব্যবহৃত জায়গায় পরিবহন টার্মিনাল নির্মানে সর্বাত্মক সহযোগিতার আশ^াস দেন। এসময় তিনি উপজেলা পরিষদ হলরুমে সাউন্ড সিস্টেম চালু সহ অন্যান্য উন্নয়ন প্রক্রিয়ায় সম্মতি জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply