১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:১২/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৬:১২ অপরাহ্ণ

জাপানকে হুঁশিয়ারি বার্তা দিলেন রাশিয়া

     

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জাপান সরকার সেদেশে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের যে পরিকল্পনা নিয়েছে তা রাশিয়ার নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থের ওপর সরাসরি  প্রভাব রাখবে।

তিনি আজ (বুধবার) তার জাপানি সমকক্ষের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দিয়েছেন।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবেলার অজুহাতে টোকিও মার্কিন ‘এইজিস’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। জাপানের মন্ত্রীসভা গত ডিসেম্বর মাসে এ বিষয়টি অনুমোদন করে।

ল্যাভরভ বলেছেন, কোনো দেশেরই উচিত নয় অন্য দেশগুলোর নিরাপত্তা লঙ্ঘন করে নিজের নিরাপত্তা  নিশ্চিত করা।

মার্কিন সরকার জাপানের কাছে ১৩ কোটি ত্রিশ লাখ ডলার মূল্যের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বিক্রির এক উদ্যোগ গত জানুয়ারি মাসে অনুমোদন করেছে।

রাশিয়া দীর্ঘ দিন থেকেই হুঁশিয়ারি দিয়ে আসছে যে মার্কিন এইজিজ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বে ক্ষমতার ভারসাম্যকে করবে ক্ষতিগ্রস্ত এবং এই ব্যবস্থার দ্বিমুখী সক্ষমতা থাকায় তা মস্কোকেও টার্গেট করতে পারে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply