২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ১১:৪০/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ১১:৪০ অপরাহ্ণ

 চুন্নাপাড়া মাদ্রাসায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস 

     

 

১৭ মার্চ শনিবার সকাল ১০টায় আনোয়ারা উপজেলার চুন্নাপাড়া মুনিরুল ইসলাম সিনিয়র ফাযিল (ডিগ্রী) মাদ্রাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মহিউদ্দীন হাশেমীর সভাপতিত্ব এতে আলোচনায় অংশগ্রহণ করেন, অভিভাবক সদস্য ও শিক্ষানুরাগী কামরুল ইসলাম, নুরুল আনোয়ার, ইংরেজি প্রভাষক কামরুল ইসলাম, আরবি প্রভাষক মাওলানা সাঈদুল হক সাঈদ কাজেমী, আয়েশা আখতার, সহকারী শিক্ষক সরওয়ার আজিজ, নুরুল ইসলাম মল্লিক, মাওলানা নঈম উদ্দীন। আরো উপস্থিত ছিলেন হাফেজ মুহাম্মদ ইউসুফ, হাফেয মুহাম্মদ মনজুর, মাওলানা বদিউর রহমান, হাফেয মো: শামসু প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ নামক মানচিত্রও আমরা পেতাম না। ‘বঙ্গবন্ধু কেবল বাঙালি জাতির নন; বিশ্বে নির্যাতিত, নিপীড়িত ও শোষিত মানুষের স্বাধীনতার প্রতীক এবং মুক্তির দূত। আমাদের পরম সৌভাগ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন কালজয়ী নেতাকে পেয়েছি। বাংলাদেশের ইতিহাসের যুগ সন্ধিক্ষণে তাঁর অনন্য নেতৃত্ব আমাদের মুক্তির সংগ্রামের বিজয় এনে দিয়েছিল।

শেয়ার করুনঃ

Leave a Reply