২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:০৫/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ১১:০৫ পূর্বাহ্ণ

পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সাহিত্য অনুশীলন খুবই জরুরী

     

সুস্থদেহ, সুস্থমন, খেলাধুলায় বাড়ায় বল। এই স্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার ৮মার্চ হাটহাজারী উপজেলাধীন গড়দুয়ারা ড. শহিদুল্লাহ একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক আন্তঃ হাউজ ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। সকালে প্রধান অতিথি হিসেবে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আক্তার উননেছা শিউলী বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন। প্রধান অতিথি তার বক্তব্যে- শিক্ষার্থীদের দেশের সঠিক নেতৃত্বের উপযোগী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সাহিত্য অনুশীলন খুবই জরুরী। মাদক মুক্ত ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠনে ক্রীড়া অনুশীলন আবশ্যিক। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ নিয়াজ মোরশেদ এবং গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সরোয়ার মোরশেদ তালুকদার। বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাকলী ঘোষ ও এ.জে নওয়াজ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য বি.এম. মনজুর এলাহী, মোঃ শফিউল আলম, ছাইদুল হক, ফরিদ আহমেদ, সৈয়দ মোঃ নুরুল আব্বাস প্রমুখ। দিনব্যপী ক্রীড়া প্রতিযোগিতায় ৪টি হাউজে বিভক্ত ৬ শতাধিক শিক্ষার্থীরা ৪৩ ইভেন্টে অংশগ্রহণ করে। বিকেলে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক পুরষ্কার বিতরণী অণুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সরোয়ার মোরশেদ তালুকদার। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ মোঃ নুরুল আব্বাস, বিদ্যালয়ের ১ম ব্যাচের ছাত্র মোঃ মফিজুর রহমান চৌধুরী ও ইলিয়াছ চৌধুরী।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply