২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সকাল ৭:০১/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৭:০১ পূর্বাহ্ণ

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মানে কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠাবেন-তথ্য ও জনসংযোগ কর্মকর্তা

     

মশাহিদ আহমদ, মৌলভীবাজার

তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন আহমদ বলেছেন- মৌলভীবাজারের সবুজ প্রকৃতি আমাকে মুগ্ধ করেছে। আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী। জনগণকে সেবা দেয়াই আমার কাজ। সাংবাদিকদের ভালবাসা নিয়েই আমি চলতে চাই। এ মতবিনিময় সভা আয়োজনের জন্য মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ। আজ ২৫ মার্চ শনিবার শেষ বিকেলে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মশাহিদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মতিউর রহমান ও সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমের যৌথ সঞ্চালনায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন- দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক বকসি ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা উপদেষ্টা সাংবাদিক শ. ই. সরকার জবলু, দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাাম সিরাজ, মৌলভীবাজার জেলা ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি এড. আবু তাহের ও সমাজসেবী সৈয়দ তোফাজ্জল হোসেন। তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন আহমদ আরো বলেন- ইন্টারনেট দূরের মানুষকে কাছে এনে দেয়। অনলাইন গনমাধ্যম কর্মীকে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে। সরকার ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন গণমাধ্যম নীতিমালা নিয়ে সরকার কাজ করছে। অনলাইন গণমাধ্যম নীতিমালা চুড়ান্ত করছে সরকার। আধুনিক প্রযুক্তির যুগের সাথে অনলাইন গণমাধ্যম ওৎপ্রোতভাবে জড়িত। আপনারা অনলাইন সাংবাদিকরাও ওৎপ্রোতভাবে জড়িত। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মানে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয় কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠাবেন। অনলাইন গণমাধ্যম কর্মীরা তথ্য মন্ত্রনালয়ের মাধ্যমে তথ্য সচিব বরাবর ও তথ্যমন্ত্রী বরাবর অনলাইন গণমাধ্যমকে ওয়েজবোর্ডের অন্তর্ভূক্ত করার দাবী জানাতে পারেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক ও কলামিস্ট এহসান বিন মুজাহির, সহ-সভাপতি তাজুদুর রহমান। এ মতবিনিময় সভায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব সদস্যবৃন্দসহ জেলার প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন ।

শেয়ার করুনঃ

Leave a Reply