১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:১২/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৫:১২ অপরাহ্ণ

সিলেটে জঙ্গি আস্তানায় ‘রক নাইট’ অভিযান শুরু

     

সিলেটে জঙ্গি আস্তানায় অপারেশন ‘রক নাইট’ শুরু হয়েছে। প্যারা-কমান্ডোদের নেতৃত্বে আছেন লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়সার। প্যারা-কমান্ডোদের সঙ্গে আছেন সোয়াত সদস্যরা। এছাড়া বাইরে আছেন পুলিশ, র‌্যাব, পিবিআই, ডিবি, এসবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর শত শত সদস্য।
শনিবার সকাল ৯টার দিকে দক্ষিণ সুরমার শিববাড়ি উস্তার মিয়ার মালিকানাধীন ভবন ‘আতিয়া মহলে’ এ অভিযান শুরু হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা এ খবর নিশ্চিত করেন।
এদিকে, সকাল পৌনে ৮টার দিকে আতিয়া মহলের গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া আতিয়া মহলের এক কিলোমিটারের মধ্যে সাংবাদিকসহ কাউকে অবস্থান করতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। আশপাশে রাখা হয়েছে সাজোয়া যান, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি।
শুক্রবার সারা রাত সেনাবাহিনীর প্যারা-কমান্ডো ইউনিট ও সোয়াট সদস্যরা বাসাটি ও তার আশাপাশের এলাকা ঘিরে রেখে অভিযান চালাতে প্রস্তুতি নেয়। ওই এলাকায় ও তার আশপাশে বাড়ানো হয় পুলিশের সংখ্যা।
শুক্রবার ভোর থেকে আতিয়া মহল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। পাঁচতলা ওই ভবনে নারীসহ একাধিক ‘জঙ্গি’ রয়েছে বলে ধারণা পুলিশের।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply