২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:১২/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ২:১২ পূর্বাহ্ণ

মহান স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ করার দৃঢ় শপথ নিতে হবে-সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এম.পি

     

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ২৩ মার্চ বিকাল ৪টায় নগর মুসলিম হল মিলনায়তনে সংগঠনের সহ-সভাপতি সাবেক এম.পি হাসিনা মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিপ্রতিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এম.পি। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক এড. আব্দুর রশিদের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল স্পিকার আলহাজ্ব নজরুল ইসলাম এম.পি, আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য এড. জসিম উদ্দিন খান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, সহ-সভাপতি ও জেলা পিপি এড. এ.কে.এম সিরাজুল ইসলাম, দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এম.পি চেমন আরা তৈয়ব, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন মনসুর, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাদের সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রণি, দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহিদা আক্তার জাহান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য মুহাম্মদ সেলিম নবী, সৈয়দুল মোস্তফা রাজু, আবুল কালাম আজাদ, আনোয়ারা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব তৈহিদুল হক চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের আহমদ হোসেন, নুরুল ইসলাম, মুহাম্মদ সেলিম, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের এড. হান্নান, এড. জাহাঙ্গির আলম, এ.কে.এম নাজিম উদ্দিন, গিয়াস উদ্দিন হিরু, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য জসিম উদ্দিন, সাতকানিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল মোনাফ, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফয়েজ উদ্দিন লিটন, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের এস.এম আব্দুল জাব্বার, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা আবু বক্কর সিদ্দিক, বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের নুরুল আলম, নুর হোসেন, দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেহানা ফেরদৌস, যুগ্ম সম্পাদিকা খালেদা আক্তার চৌধুরী, দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, কর্ণফুলী উপজেলা যুবলীগের সভাপতি সোলাইমান তালুকদার, সাধারণ সম্পাদক সেলিম হক, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মুহাম্মদ গালিব, দক্ষিণ জেলা বঙ্গবন্ধু শিশু মেলার সভাপতি ইঞ্জিনিয়ার এস.এম মোরশেদ প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহান স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানাই। মহান স্বাধীনতা বাঙ্গালীর হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আজ আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশ আজ একটি আত্ম নির্ভরশীল জাতি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বাস্তবায়ন আজ সময়ের ব্যাপার। তিনি আরো বলেন, জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করতে হবে। মহান স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মান করার দৃঢ় শপথ নিতে হবে। তিনি আরো বলেন, দলের নেতাকর্মীদেরকে দেশপ্রেমে এবং বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সাধারণ জনগণের জন্য কাজ করে যেতে হবে। দলীয় পদ-পদবী নিয়ে ক্ষমতা নিয়ে আমাদের অহংকার করা চলবে না। আগামী নির্বাচনের জন্য এখন হতে জনগনের সেবক হিসেবে আরো বেশি কাজ করতে হবে। তিনি আরো বলেন, আওয়ামী রাজনীতিতে কেউ যাতে দলীয় পদ-পদবী নিয়ে অসাংগঠনিক কাজ করতে না পারে সে বিষয়ে লক্ষ রাখতে হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply