২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:০৫/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ২:০৫ পূর্বাহ্ণ

হেটিখাইনে অগ্নিকান্ডে ৩ টি ঘর পুড়ে ছাই

     

সাজ্জাদ মুন্না 

আল্লাহত্তে কেন গইত্তু মনে হর আল্লাহই ভালা জানে
দুইজ্জে লই গেই গুই আর আপ্পিরে,,,লাতিয়ে লই গেল ইবের বাফের গরগানেরে”
এভাবে কাঁদোকাঁদো কন্ঠে রাত ১২ টায় কথা বলছিল আগুনে পুড়ে যাওয়া মনির আহমদ মাষ্টারের ছেলে একরাম মাষ্টার।

আনোয়ারা থানার অন্তর্গত হাইলধর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম হেটিখাইন এর হাজী বাড়িতে গতকাল রাত ১১ টায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩ টি ঘর পুড়ে ছাই হয়েছে।কয়েল বা গ্যাসের বোতল থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

পুড়ে যাওয়া ঘরগুলো পাশাপাশি অবস্থানে থাকায় আগুন লাগার কয়েক মিনিটের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়। পুড়ে যাওয়া ঘরদের মালিক যথাক্রমে মনির আহমদ মাষ্টার, আনোয়ার খান,আমানত খান,জামাল খান।

নগদ অর্থ ও ঘরে থাকা পুড়ে যাওয়া সম্পদের পরিমাণ আনুমানিক পনেরো লক্ষ বলে জানান জানান মুহাম্মদ একরাম মাষ্টার। তিনি বলেন, “চোরে সবকিছু চুরি করে নিয়ে গেলেও ঘরের বেড়া গুলো হলেও থাকে,কিন্তু আমাদের তাও রইলো না। আমাদের সবকিছু শেষ হয়ে গেল। আমাদের কেউ কোনকিছু বের করতে পারেনি,আমরা এখন অসহায় হয়ে গেলাম”।

আগুন লাগার পরপর এলাকাবাসী ছুটে আসলেও শেষ রক্ষা করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের টিম আসার আগেই আগুনে ভস্মিভুত হয়ে যায় বাড়ি গুলো।

অসহায় পরিবার গুলো সমাজের সকলের প্রতি সহযোগীতার হাত বাড়ানোর আকুল আবেদন জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply