২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ১:২০/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১:২০ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু ও বাংলাদেশ ইতিহাসের একটি অধ্যায়-ছাত্রলীগ

     

 

বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরীর আওতাধীন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে গত ২১ মার্চ মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত গোপালগঞ্জের টুঙ্গীপাড়াস্থ জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নির্বাহী সদস্য বোরহান উদ্দিন গিফারীর নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আসিফ ইকবাল, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা আনন্দ মজুমদার, রাশেদ মাহমুদ, সাইফ আল ইসলাম, মোঃ ইসমাঈল হোসেন, মোঃ হাবিবুর রহমান, মোঃ আবু বক্কর, মোঃ আরজু, সিরাজুল লস্কর, মোঃ মিলন শেখ, অহিদুল ইসলাম, মোঃ রাফি, মোঃ জহিরুল শেখ, এস. এম. রায়হান, মোঃ ফেরদৌস শেখ, মোঃ রায়হান, কাজেমী শেখ, তাকবীর রহমান প্রমুখ। পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্কিপ্ত আলোচনা চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নির্বাহী সদস্য বোরহান উদ্দিন গিফারী বলেন, বঙ্গবন্ধুর জম্ম না হলে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধুর সুযোগ্য নেতৃত্বে বাঙ্গালী বহুদিনের কাংকিত স্বাধীনতা লাভ করতে সক্ষম হয়েছি। বঙ্গবন্ধুকে আজ সারা পৃথিবীতে নেতৃত্ব গুনের জন্য বহু গবেষক গবেষণা করে যাচ্ছে। ১৯৪৮ সালে ছাত্রলীগ প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের ছাত্রসমাজ কে নেতৃত্ব দানের সোপান তেরি করেছে। বঙ্গবন্ধু আজ সারা পৃথিবীর একজন কালজয়ী নেতা হিসেবে বিবেছিত হচ্ছে। বঙ্গবন্ধুর আদর্শ ও দেশপ্রেমের শিক্ষা বতর্মান প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। সভায় নেতৃবৃন্দরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টুঙ্গীপাড়াস্থ মাজারে ফুলেল শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।

শেয়ার করুনঃ

Leave a Reply