২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ৩:৫৩/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৩:৫৩ পূর্বাহ্ণ

নয়টিলা মাজার শরীফে বাৎসরিক ওরশ মোবারক ও মিলাদ মাহফিল ২৪ ও ২৫ শে মার্চ

     

 

নয়টিলা মাজার শরীফের আশেকানে মজলিসের উদ্দ্যোগে অতি প্রাচীন ও পুরাতন চট্টগ্রাম জেলাদ্বীন মীরেরস¦রাই উপজেলায় করেরহাট রামগড় এ অবস্থীত দ্বীনি প্রতিষ্ঠান,যাদের আগমনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আজ থেকে প্রায় তিন শত বছর পূর্বে বর্তমান এই বাংলাদেশে, তাদের মধ্যে অন্যতম মূলকে শ্যাম সিরিয়া বর্তমান দামেষ্ক থেকে আগত, সুলতানুল আরেফিন বাদশায়ে আউলীয়া হযরত নূর আলী শাহ (রঃআঃ) আল আরবী ও কুতুবুল আউলীয়া ইসলামী জিহাদের মহাপুরুষ হযরত গাজী রজ্জাক আলী শাহ (রঃআঃ) আল কিতাবী প্রকাশ নয়টিলা মাজার শরীফ প্রাঙ্গনে আগামী ২৪ শে মার্চ বাদ আসর পবিত্র কোরআন তেলাওয়াত করবেন নয়টিলা মাজার শরীফের আওলাদ সৈয়দ মোঃ ওয়াহিদ মাহমুদ ও বাদ এশা থেকে কোরআন হাদীসের আলোকে মাওঃ বোরহান উদ্দিন সাহেব, মাওঃ নূর ইসলাম জিহাদী সাহেব আলোচনা করবেন ও এতে বহু ওলেমায়ে কেরামের শুভাগমন , রাত ব্যাপি নাতে রাসূল (সঃ) ইসলামিক গজল পরিবেশন করা হবে।২৫শে মার্চ সকাল ১০টা থেকে উক্ত মাজার শরীফের শাহী জামে মসজিদের খতিব মাওঃ মীর কাশেম সাহেব পূনরায় কোরআন হাদীসের আলোকে আলোচনা করবেন, ও এতে বহু ওলেমায়ে কেরামের শুভাগমন,মাহফিল পরিচালনা করবেন হাফেজ মাওঃ শাহাদাত হোসেন তাহেরী,মাহফিলে সভাপতিত্ব করবেন সৈয়দ আমিন শরীফ খাদেম ও সকল খাদেমবৃন্দ উপস্থিত থাকবেন,উক্ত ওরশ মোবারক ও মিলাদ মাহফিল সহকারী পরিচালনায় থাকবেন নয়টিলা মাজার শরীফের আশেকানে মজলিসের সকল জেলা- উপজেলা- সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দ এবং আল্লাহর অশেষ রহমতে উক্ত ওরশ মোবারক সার্বিক তত্তাবধান, বিশ্ব মুসলিম উম্মাহ ও দেশ জাতির কল্যাণে বাদে যোহর আখেরী মুনাজাত পরিচলনা করবেন আশেকানে মজলিসের ব্যাবস্থাপক ও নয়টিলা মাজার শরীফেরশাহজাদা সৈয়দ মোঃ সরওয়ার উদ্দিন খাদেম।

শেয়ার করুনঃ

Leave a Reply